১৪ জানুয়ারি থেকে জেনারেল টিকিটে মিলবে ৬ শতাংশ ছাড়

১৪ জানুয়ারি ২০২৬ থেকে অসংরক্ষিত বা জেনারেল শ্রেণির ট্রেন টিকিটে (unreserved ticket) মিলবে সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত ছাড়। তবে এই ছাড় পেতে হলে যাত্রীদের অবশ্যই…

Indian Railways new ticket booking rules

১৪ জানুয়ারি ২০২৬ থেকে অসংরক্ষিত বা জেনারেল শ্রেণির ট্রেন টিকিটে (unreserved ticket) মিলবে সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত ছাড়। তবে এই ছাড় পেতে হলে যাত্রীদের অবশ্যই নির্দিষ্ট একটি শর্ত মানতে হবে। রেল মন্ত্রক স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এই সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র RailOne (রেল-ওয়ান) অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে।

Advertisements

রেল সূত্রে জানা গেছে, এই বিশেষ ছাড়ের সুবিধা কার্যকর থাকবে ১৪ জানুয়ারি থেকে ১৪ জুলাই ২০২৬ পর্যন্ত। অর্থাৎ প্রায় ছয় মাস ধরে যাত্রীরা এই ছাড়ের সুযোগ পাবেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য গত ৩০ ডিসেম্বর একটি নির্দেশিকা পাঠানো হয়েছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (CRIS)-কে। সেই চিঠিতে জানানো হয়েছে, টিকিটে ছাড় কার্যকর করতে R-Wallet সফটওয়্যারে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে।

   

বর্তমানে RailOne অ্যাপে যারা R-Wallet ব্যবহার করে জেনারেল টিকিট কাটেন, তাঁরা আগে থেকেই ৩ শতাংশ ছাড় পেয়ে থাকেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, টিকিট কাটার সময় যদি যাত্রীরা ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করেন, তাহলে তাঁরা পাবেন অতিরিক্ত আরও ৩ শতাংশ ছাড়। এর ফলে মোট ছাড়ের পরিমাণ দাঁড়াবে ৬ শতাংশ।

রেল মন্ত্রক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, এই ছাড়ের সুবিধা অন্য কোনও অ্যাপ, ওয়েবসাইট বা কাউন্টার থেকে টিকিট কাটলে পাওয়া যাবে না। শুধুমাত্র RailOne অ্যাপেই এই বিশেষ ছাড় কার্যকর থাকবে। রেলের মতে, এর ফলে যাত্রীরা RailOne ব্যবহারে আরও উৎসাহিত হবেন এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার ঘটবে।

রেল কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য হল নগদ লেনদেন কমানো, ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করা এবং স্টেশনগুলিতে টিকিট কাউন্টারের ভিড় হ্রাস করা। বিশেষ করে প্রতিদিন যাতায়াতকারী লোকাল ও শহরতলি ট্রেন যাত্রীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যাত্রীদের সময় যেমন বাঁচবে, তেমনই টিকিট কাটার প্রক্রিয়া হবে আরও সহজ ও ঝামেলামুক্ত।

উল্লেখযোগ্যভাবে, RailOne অ্যাপ ভারতীয় রেলের একটি আধুনিক ‘ওয়ান-স্টপ সলিউশন’ ডিজিটাল প্ল্যাটফর্ম। এই অ্যাপের মাধ্যমে ট্রেন যাত্রার সঙ্গে যুক্ত প্রায় সমস্ত পরিষেবা এক জায়গাতেই পাওয়া যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস—দু’ধরনের স্মার্টফোনেই অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা যায়।

একবার লগ-ইন করলেই (mPIN বা বায়োমেট্রিক সুবিধা ব্যবহার করে) অ্যাপের সব পরিষেবা ব্যবহার করা যায়। আগে যাত্রীদের আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করতে হতো—টিকিটের জন্য IRCTC, ট্রেনের লাইভ অবস্থান জানতে NTES, অভিযোগ জানাতে Rail Madad বা খাবার অর্ডার করতে Food on Track। এখন এই সব পরিষেবা একত্রিত হয়েছে RailOne অ্যাপে।

রেলের এই সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের যাতায়াত খরচ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ডিজিটাল ভারতের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল ভারতীয় রেল।

Advertisements