দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রী হয়রানি কমাতে খবর আগেভাগে জানিয়ে দেয় ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তনের কথা জানানো হয়েছে। পাশাপাশি কিছু ট্রেনের বাতিলের ঘোষণাও করা হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।
শনিবারে ভারতে স্থিতিশীল পেট্রল ডিজেল
পূর্ব রেলের (Indian Railway) আদ্রা ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন ট্রেন বাতিল, সংক্ষিপ্ত যাত্রা ও রুট পরিবর্তন করা হয়েছে। এর ফলে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় প্রভাব পড়তে পারে। রেল কর্তৃপক্ষের ঘোষণামতে, 04 এপ্রিল ও 06 এপ্রিল 2025 তারিখে 68090/68089 আদ্রা-মিদনাপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার সম্পূর্ণভাবে বাতিল থাকবে। একইভাবে, 01 এপ্রিল থেকে 06 এপ্রিল 2025 পর্যন্ত 68046/68045 আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে। এছাড়া, 03 এপ্রিল 2025 তারিখে 18019/18020 ঝাড়গ্রাম-ধনবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস পরিষেবা বন্ধ থাকবে।
#ser #IndianRailways pic.twitter.com/OFv4hGD2oJ
— South Eastern Railway (@serailwaykol) March 29, 2025
কিছু ট্রেন আংশিকভাবে চালানো হবে। 01 এপ্রিল থেকে 06 এপ্রিল 2025 পর্যন্ত 68056/68060 টাটানগর-আসানসোল-বরভূম মেমু প্যাসেঞ্জার ট্রেনটি শুধুমাত্র আদ্রা পর্যন্ত চলবে এবং আদ্রা থেকেই যাত্রা শুরু করবে।
ট্রেনের রুট পরিবর্তন
উন্নয়নমূলক কাজের কারণে 02 এপ্রিল 2025 তারিখে চলা 18601 টাটানগর-হাতিয়া এক্সপ্রেস ট্রেনটি বিকল্প রুটে পরিচালিত হবে। এটি চান্ডিল-গুণ্ডা বিহার-মুরি হয়ে চালানো হবে। প্রসঙ্গত, যাত্রীরা যেন ভ্রমণের আগে ট্রেনের বর্তমান সময়সূচি ও স্টেশন সংক্রান্ত তথ্য জেনে নেন। রেল কর্তৃপক্ষ (Indian Railway) যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের যথাযথ সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে। যাত্রীদের সুবিধার্থে স্টেশনগুলিতে অতিরিক্ত তথ্য সহায়তা প্রদান করা হবে।