উন্নয়নমূলক কাজের জন্য ট্রেন পরিষেবায় নিয়ন্ত্রণ, যাত্রী ভোগান্তির আশঙ্কা!

দক্ষিণ পূর্ব রেলের আদ্রা বিভাগে চলমান উন্নয়নমূলক কাজের কারণে একাধিক ট্রেনের পরিষেবা ব্যাহত হতে চলেছে। রেলের (Indian Railway) তরফে জানানো হয়েছে যে, নির্দিষ্ট কিছু দিনে…

Indian Railway

দক্ষিণ পূর্ব রেলের আদ্রা বিভাগে চলমান উন্নয়নমূলক কাজের কারণে একাধিক ট্রেনের পরিষেবা ব্যাহত হতে চলেছে। রেলের (Indian Railway) তরফে জানানো হয়েছে যে, নির্দিষ্ট কিছু দিনে বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে। 68090/68089 আদ্রা-মেদিনীপুর-আদ্রা MEMU ২৪, ২৮ ফেব্রুয়ারি এবং ২ মার্চ সম্পূর্ণভাবে বাতিল থাকবে। একইভাবে, 68045/68046 আদ্রা-আসানসোল-আদ্রা MEMU ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চলাচল করবে না।

এছাড়া 63594/63593 আসানসোল-পুড়ুলিয়া-আসানসোল MEMU ২৪, ২৮ ফেব্রুয়ারি, ১ ও ২ মার্চ বাতিল করা হয়েছে। 18019/18020 ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম এক্সপ্রেস ২৪ ও ২৭ ফেব্রুয়ারি চলবে না। পাশাপাশি, 13504/13503 হাতিয়া-বর্ধমান-হাটিয়া MEMU এক্সপ্রেস ২৪, ২৭ ফেব্রুয়ারি এবং ১ মার্চ বাতিল থাকবে।

   

বিকল্প পথে চলবে কিছু ট্রেন

উন্নয়নমূলক কাজের কারণে কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। 18601 টাটানগর-হাটিয়া এক্সপ্রেস, যার যাত্রা ২৬ ও ২৮ ফেব্রুয়ারি শুরু হবে, সেটি চাঁদিল-গুন্ডা বিহার-মুরি হয়ে বিকল্প পথে চলবে।

কিছু ট্রেনকে নির্দিষ্ট স্টেশনে সংক্ষিপ্তভাবে থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 68056/68060 টাটানগর-আসানসোল-বরাভূম মেমু ট্রেন ২৪, ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ আদ্রা স্টেশনেই যাত্রা শেষ করবে ও সেখান থেকেই পুনরায় শুরু হবে। একইভাবে, 63594/63593 আসানসোল-পুড়ুলিয়া-আসানসোল মেমু ২৫ ফেব্রুয়ারির যাত্রা আদ্রা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।

দক্ষিণ পূর্ব রেলের তরফে যাত্রীদের জন্য এই সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। যাত্রীদের যাত্রা পরিকল্পনার আগে রেলের এই সময়সূচি পরিবর্তন সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।