HomeBharatদিনের পর দিন বাতিল থাকবে এই ট্রেন, ঘোষণায় দুঃখপ্রকাশ রেলের

দিনের পর দিন বাতিল থাকবে এই ট্রেন, ঘোষণায় দুঃখপ্রকাশ রেলের

- Advertisement -

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় সদা তৎপর ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।

বৃহস্পতিবার সকালে অপরিবর্তিত পেট্রোলের দাম

   

দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) পক্ষ থেকে জানানো হয়েছে, ০৮৬৯৩/০৮৬৯৪ রাঁচি-লোহারদাগা-রাঁচি মেমু স্পেশাল আগামী ২৫, ২৯, ৩০ নভেম্বর এবং ০১, ০২ ও ০৩ ডিসেম্বর বাতিল থাকছে বলে জানানো হয়েছে।

আবার ১৮১১৭ রৌরকেল্লা-গুনুপুন এক্সপ্রেস আগামী ১২, ১৫, ১৬, ১৯, ২২ এবং ২৩ নভেম্বর পালাসা পর্যন্ত চালানো হবে। আবার ১৮১১৮ গুনুপুর-রৌরকেল্লা এক্সপ্রেস আগামী ১৩, ১৬,১৭, ২০, ২৩ ও ২৪ নভেম্বর পর্যন্ত গন্তব্যের আগেই থামিয়ে দেওয়া হবে। এর জন্য যাত্রীদের উদ্দেশ্যে দুঃখপ্রকাশ করা করেছে রেল।

প্রসঙ্গত, বেশ কিছু ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে। ১৮০২২ খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস ১ নভেম্বর থেকে শুরু করে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার, রবিবার এবং সোমবার এটি বাস্তা পর্যন্ত চালানো হবে। আবার উক্ত সময়ের মধ্যে প্রতি শুক্রবার, রবিবার এবং সোমবার ০৮৪১৬ পুরী-জলেশ্বর মেমু স্পেশাল বালেশ্বর পর্যন্ত চালানো হবে। উন্নয়নের কাজের জন্য এর নিয়ন্ত্রণ বলে জানিয়েছে রেল (Indian Railway)। এর জন্য দুঃখপ্রকাশ করেছে রেল কতৃপক্ষ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular