রেললাইনে উন্নয়ন! বেশ কিছুদিন এই স্টেশনগুলিতে দাঁড়াবেই না ট্রেন

রেল লাইনে চলবে উন্নয়নমূলক কাজ। পঞ্চমীতে নতুন ঘোষণা নিয়ে হাজির হল ভারতীয় রেল (Indian Railway)। যার জেরে বেশকিছু ট্রেন ঘুরতি পথে চালান হবে। কয়েকটি স্টেশনে…

which coach and seats are safest in Indian Railways train, রেল সফরে আতঙ্ক? জানুন ট্রেনের কোন কামরা ও আসনে ঝুঁকি কম

রেল লাইনে চলবে উন্নয়নমূলক কাজ। পঞ্চমীতে নতুন ঘোষণা নিয়ে হাজির হল ভারতীয় রেল (Indian Railway)। যার জেরে বেশকিছু ট্রেন ঘুরতি পথে চালান হবে। কয়েকটি স্টেশনে থামবে না। তবে চিন্তা নেই। পুজোর মধ্যে এই কাজ শুরু হচ্ছে না। যাত্রী সাধারনের সুবিধার কথা বিবেচনা করে আগামী ১৯ অক্টোবর থেকে সংস্কারের কাজে হাত লাগানো হবে বলে জানানো হয়েছে। চলুন কোন ট্রেন ঘুরতি পথে চালানো হবে জেনে নেওয়া যাক।

আজ দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২৫৫২ কামাক্ষা-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস আগামী ২৩ তারিখ কামাখ্যা গোয়ালপাড়া টাউন নিউ বঙ্গাইগাঁও হয়ে চলবে। আবার ১২৫১৩ সেকেন্দ্রাবাদ শিলচর এক্সপ্রেস ও ১২৫৫১ এসএমভিটি বেঙ্গালুরু-কামাক্ষা এক্সপ্রেস আগামী ১৯ ও ২৬ অক্টোবর নিউ বঙ্গাইগাঁও গোয়ালপাড়া টাউন কামাখ্যা লাইনে হয়ে ছুটবে। 

   

আবার এ মাসের ২৫ তারিখ ১৫৬৩০ পীর ঘাট টাউন তম্বরাম এক্সপ্রেস কামাক্ষা গোয়ালপাড়া টাউন নিউ বঙ্গাইগাঁও ঘুরতি পথে চালানো হবে। উপরিউক্ত ট্রেনগুলি ওই ক’দিন রাঙ্গিয়া স্টেশনে দাঁড়াবে না বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

১২৫১০ গুয়াহাটি এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস চলতি মাসের ২৭ থেকে ২৯ তারিখ কামাক্ষা গোয়ালপাড়া টাউন নিউ বঙ্গাইগাঁও হয়ে ঘুরে যাবে। ওই ক’দিন ট্রেনটি রাঙ্গিয়া ও বরপেতা রোড থামবে না। ২৭ তারিখ নিউ বঙ্গাইগাঁও কামাক্ষা গোয়ালপাড়া টাউন পথে ঘুরে চলবে ১২৫১৫ কোয়েম্বাটুর শিলচর এক্সপ্রেস। এটি সেদিন বাড়বে তা রোড ও রাঙ্গিয়া থামবে না। 

এছাড়া তালিকায় রয়েছে ০৫৯৫২ নিউ তিনসুকিয়া এসএমভিটি বেঙ্গালুরু স্পেশাল এবং ১৫৯২৯ তাম্বরাম নিউ তিনসুকিয়া এক্সপ্রেস। এটি আগামী ২৪ অক্টোবর ফুরকাটিং লুমডিং গুয়াহাটি গোয়ালপাড়া টাউন পথে ঘুরে চলবে। তালিকার সর্বশেষ ট্রেনটি হচ্ছে ১৫৯৩০ নতুন তিনসুকিয়া তাম্বরাম এক্সপ্রেস। এটিও আগামী ২৮ অক্টোবর ফুরকাটিং লুমডিং গুয়াহাটি গোয়ালপাড়া টাউন লাইনে ঘুরিয়ে চালানো হবে। এই ট্রেনগুলি ধিমাজি, নর্থ লখিমপুর, হামুতি, বিশ্বনাথ ছারাইয়ালি, রঙ্গপাড়া নর্থ এবং রাঙ্গিয়া স্টেশনে দাঁড়াবে না। এই সমস্যার জন্য অবশ্য ভারতীয় রেলের (Indian Railway) পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।