পরীক্ষার্থীদের জন্য স্পেশাল ট্রেন চালাবে রেল, কোন রুটে দেখে নিন

Indian Railway

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টাই করে ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। এদিন রেলের পরীক্ষার জন্য বেশ কিছু স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।

রেলের (Indian Railway) বিশেষ ঘোষণা

দক্ষিণ-পূর্ব রেলওয়ে (SER) পরীক্ষার্থীদের সুবিধার্থে রাঁচি-গয়া রুটে দুটি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে। এই বিশেষ ট্রেনগুলি পরীক্ষার সময় চলবে। রেল (Indian Railway) সূত্রে জানা গেছে, প্রথম বিশেষ ট্রেন ০৮৬০২ রাঁচি-গয়া স্পেশাল ২৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে রাত ১১:৪৫টায় রাঁচি থেকে ছাড়বে এবং পরের দিন সকাল ৮:৩০টায় গয়া পৌঁছাবে। ফেরার পথে, ০৮৬০১ গয়া-রাঁচি স্পেশাল ২৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে সকাল ১০:০০টায় গয়া থেকে ছাড়বে এবং সন্ধ্যা ৬:৫০টায় রাঁচি পৌঁছাবে।

   

দ্বিতীয় বিশেষ ট্রেন ০৮৬০৪ রাঁচি-গয়া স্পেশাল ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে রাত ১১:৪৫টায় রাঁচি থেকে যাত্রা শুরু করবে এবং পরের দিন সকাল ৮:৩০টায় গয়া পৌঁছাবে। ফেরার পথে, ০৮৬০৩ গয়া-রাঁচি স্পেশাল ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখে দুপুর ২:৪৫টায় গয়া থেকে ছাড়বে এবং রাত ১১:০০টায় রাঁচি পৌঁছাবে।

উন্নয়নমূলক কাজের জন্য ট্রেনের রুট পরিবর্তন, দুর্ভোগ এড়াতে দেখে নিন

উল্লেখ্য, উভয় ট্রেন রাঁচি থেকে গয়া যাওয়ার পথে মুরি এবং বোকারো স্টিল সিটি স্টেশনে থামবে। দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ট্রেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যাতে তাঁরা নির্ধারিত সময়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারেন। যাত্রীদের সুবিধার্থে এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন