Indian Railway: স্ত্রীর সঙ্গে ফোনে বিবাদ, স্টেশন মাস্টারের ‘ওকে’ শুনেই ‘নিষিদ্ধ’ মাওবাদী এলাকায় ঢুকল ট্রেন, তারপর?

ভারতীয় রেলের (Indian Railway) এক স্টেশন মাস্টারের ব্যক্তিগত জীবনের এক ভুল পদক্ষেপে রেলওয়ের কোষাগারে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হলো। রাতের শিফটে কাজ করার সময়…

Indian Railway

ভারতীয় রেলের (Indian Railway) এক স্টেশন মাস্টারের ব্যক্তিগত জীবনের এক ভুল পদক্ষেপে রেলওয়ের কোষাগারে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হলো। রাতের শিফটে কাজ করার সময় স্ত্রীর সঙ্গে ফোনে ঝগড়ায় ব্যস্ত ছিলেন স্টেশন মাস্টার। ঝগড়ার মধ্যে তাঁর মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল একটি শব্দ, ‘ওকে’, যা রেলওয়ের সিগন্যাল হিসেবে ভুল বুঝেছিলেন লোকো পাইলট। এর ফলস্বরূপ, রেল আইনের নিয়ম ভেঙে একটি মালগাড়ি প্রবেশ করে যায় ঝুঁকিপূর্ণ মাওবাদী অধ্যুষিত এলাকায়। কোনও দুর্ঘটনা না ঘটলেও এই ঘটনাটি ভারতীয় রেলের ব্যবস্থাকে এক অভূতপূর্ব পরিস্থিতির মুখে ফেলেছে। 

জামাত-ই-ইসলামির ‘গোপন সমর্থন’ নিয়ে প্রিয়ঙ্কার লড়াই? সিপিএমের অভিযোগে চাপে কংগ্রেস

   

ঘটনার সূত্রপাত হয় স্টেশন মাস্টারের স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময়। অভিযোগ, সেই ঝগড়ার একপর্যায়ে তিনি কথোপকথনে অসাবধানতাবশত ‘ওকে’ শব্দটি উচ্চারণ করেন, যা সিগন্যাল হিসেবে ভুল বোঝেন লোকো পাইলট। মালগাড়ির চালক সেই ‘ওকে’ শব্দকে সবুজ সংকেত হিসেবে ধরে নিয়ে ট্রেনটি নিয়ে চলে যান একটি সংরক্ষিত এবং মাওবাদী প্রভাবিত এলাকায়, যেখানে রেল চলাচল সম্পূর্ণভাবে সীমাবদ্ধ। এ ধরনের একটি এলাকা অতিক্রম করার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং অনুমোদন প্রয়োজন। অথচ একটি শব্দের ভুল অর্থে সেই নিয়ম ভেঙে যায়।

এই ঘটনার পর রেলওয়ের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়। রেল সূত্রে জানানো হয়েছে, ওই স্টেশন মাস্টারের অসতর্কতার জন্য রেলের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিন কোটি টাকা। মালগাড়ির নির্ধারিত রুটের বাইরে প্রবেশ এবং সিগন্যাল নিয়ম ভঙ্গের কারণে এই অর্থিক জরিমানা ধার্য করা হয়েছে। কোনো দুর্ঘটনা না ঘটলেও নিয়ম ভঙ্গ হওয়ায় দায়ী হিসেবে ঐ স্টেশন মাস্টারকে সাসপেন্ড করা হয়েছে। 

ট্রাম্প ফেরায় নিষেধাজ্ঞা-মুক্ত হবে ১৯ টি ভারতীয় সংস্থা, আশায় নয়াদিল্লি

কর্মক্ষেত্রে এই ভুলের কারণে তার ব্যক্তিগত জীবনেও প্রভাব পড়েছে। স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্য থাকায় ফোনালাপে এ ধরনের অপ্রত্যাশিত ভুল ঘটে বলে জানা যায়। অবশেষে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদও ঘটে ওই স্টেশন মাস্টারের। রেলওয়ের দায়িত্বশীল পদে কাজ করার সময় ব্যক্তিগত জীবনের সমস্যা তাঁর কর্মজীবনে বড়সড় প্রভাব ফেলেছে, যা তাঁর জন্য একটি চরম শিক্ষা হয়ে থাকবে।

‘ফাইভ আইজ’ দেশ অস্ট্রেলিয়া থেকে কানাডাকে চাপ জয়শঙ্করের, খালিস্তান নিয়ে সুর নরম ট্রুডোর

এই ঘটনা রেলওয়ের কর্মীদের জন্য একটি সতর্কতা হিসেবে কাজ করবে বলে রেল কর্তৃপক্ষ মনে করছে। কর্মক্ষেত্রে ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে না আসার পরামর্শ দেওয়া হচ্ছে সকল কর্মচারীকে। কর্মস্থলে ব্যক্তিগত বিষয় থেকে বিরত থাকার ওপর জোর দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কর্মীদের সচেতন থাকার নির্দেশ দিয়েছে, যাতে এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে এড়ানো যায়।