পুজোয় রেলের বিশেষ উপহার! এই লাইনে বাড়তি লোকাল ট্রেনের ঘোষণা

প্রতিবারের ন্যয় এবারেও একগুচ্ছ পুজো স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল (India Railway)। ইতিমধ্যেই সেই ঘোষণা করা হয়েছে। এবারে হাওড়া মেইন ও কর্ড লাইনে একাধিক ট্রেন…

Indian Railway announced puja special train

প্রতিবারের ন্যয় এবারেও একগুচ্ছ পুজো স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল (India Railway)। ইতিমধ্যেই সেই ঘোষণা করা হয়েছে। এবারে হাওড়া মেইন ও কর্ড লাইনে একাধিক ট্রেন চালানো হবে বলে জানানো হল। আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যান্ডেল, তারকেশ্বর ও বর্ধমান (মেইন ও কর্ড) লাইনে বেশ কিছু নতুন ট্রেনের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কয়েকটি ১০, ১১ এবং ১২ অক্টোবর প্রতিটি স্টেশনে থামবে। সাধারণ মানুষের ঠাকুর দেখার ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, সেজন্য রাতের দিকে প্রতিটি স্টেশনে ট্রেন দাঁড়াবে বলে জানিয়েছে রেল। 

হাওড়া-বর্ধমান লাইনে একজোড়া স্পেশাল ট্রেন চলবে। এটি রাত ১২টা ৪৫ মিনিটে ছেড়ে ভায়া ব্য়ান্ডেল হয়ে ভোর ৩টে ১০ মিনিটে বর্ধমান পৌঁছাবে। উল্টোদিকে বর্ধমান থেকে ৯টা ৪০ মিনিটে ছেড়ে রাত ১২টা ০৫ মিনিটে সেটি হাওড়াতে ঢুকবে। অন্য়দিকে হাওড়া-বর্ধমান ইএমইউ স্পেশাল রাত ১টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে ডানকুনি হয়ে ভোর ৩টে ২০ মিনিটে বর্ধমান পৌঁছাবে। অপরদিক থেকে ১০টা ৩০ মিনিটে বর্ধমান থেকে সেই ট্রেন ছেড়ে হাওড়াতে রাত ১২টা ৪৫ মিনিটে ঢুকবে।

হাওড়া-ব্যান্ডেল ইএমইউ স্পেশাল রাত ১টায় হাওড়া থেকে ছেড়ে রাত ২টে ০৫ মিনিটে ব্যান্ডেল পৌঁছাবে। অপরদিকে ব্য়ান্ডেল থেকে রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে সেই ট্রেন হাওড়াতে রাত ১২টা ৩৫ মিনিটে ঢুকবে। শেওড়াফুলি-তারকেশ্বর ইএমইউ স্পেশাল রাত ১২টা ২৫ মিনিটে শেওড়াফুলি থেকে ছেড়ে রাত ১টা ১৫ মিনিটে তারকেশ্বর পৌঁছাবে। অন্য়দিকে তারকেশ্বর থেকে রাত ১১টা ১৫ মিনিটে ছেড়ে সেই ট্রেন শেওড়াফুলিতে রাত ১২টা ০৫ মিনিটে ঢুকবে। 

Advertisements

০৩০৫১ হাওড়া-বর্ধমান মেমু লোকাল রাত ১টা ৫০ মিনিটে হাওড়া থেকে ছেড়বে। এটি ১০, ১১ ও ১২ তারিখ হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত প্রতিটি স্টেশনে থামবে। আবার ৩৭২২০ ব্যান্ডেল-হাওড়া লোকাল ব্য়ান্ডেল থেকে ভোর ৫টা ৪০ মিনিটে ছাড়বে বলে জানিয়েছে ভারতীয় রেল (India Railway)।