HomeBharatআচমকা বন্দে ভারত, শতাব্দী সহ বাতিল ১৫টি ট্রেন, রইল তালিকা

আচমকা বন্দে ভারত, শতাব্দী সহ বাতিল ১৫টি ট্রেন, রইল তালিকা

- Advertisement -

রেল যাত্রীদের জন্য রইল এবার বিরাট খবর। এক ধাক্কায় বহু ট্রেনকে বাতিল (Train Cancelled) করে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে শতাব্দী এক্সপ্রেস, আপাতত বেশ কিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই রেলের এহেন সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে সাধারণ রেল যাত্রীদের।

আপনিও কি আগামী কয়েক দিনের মধ্যে ট্রেনে যাতায়াত করার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। ট্রেন যাত্রীদের জন্য এটি একটি বড় খবর। মথুরায় দুর্ঘটনার পর বন্দে ভারত, শতাব্দী-সহ মোট ১৫টি ট্রেন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে পরিবর্তন করা হয়েছে ২৫টি ট্রেনের রুট। বুধবার মথুরা-পালওয়াল সেকশনের বৃন্দাবন রোড-আঝাই স্টেশনের মাঝে কয়লাবাহী মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ২৪ ঘণ্টা পরেও স্বস্তি মেলেনি। এখনও এই সেকশনে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি বলে রেল সূত্রে খবর।

   

বৃহস্পতিবার রেল ৪০টিরও বেশি ট্রেনকে ঘুরিয়ে দিয়েছে এবং বাতিল করা হয়েছে। ট্রেনগুলি প্রায় ৬ থেকে ৮ ঘন্টা দেরিতে পৌঁছেছে। যে কারণে যাত্রীদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। ভোপাল শতাব্দী, ভোপাল বন্দে ভারত এক্সপ্রেস, গতিমান এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনগুলিও বাতিল ট্রেনের তালিকায় রয়েছে। যে কারণে ব্যাপক সমস্যার মুখে পড়েছেন রেল যাত্রীরা। শুক্রবারও ২৪টির বেশি ট্রেন বাতিল ও ডাইভারশন ঘোষণা করা হয়েছে রেলের তরফে।

যাত্রীদের সুবিধার্থে আগ্রা ক্যান্ট স্টেশনে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। রাত জেগে অপেক্ষায় থাকা মানুষ সকালেও সহজে ট্রেন ধরতে পারেননি। অনেক ট্রেনে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। মানুষকে বাসে করেও যাতায়াত করতে হয়েছে। বৃহস্পতিবার ৩৭৬টির বেশি টিকিট বাতিল করা হয়েছে। এর মধ্যে রেল ২.১১ লক্ষ টাকারও বেশি অর্থ ফেরত দিয়েছে।

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল…

১২০৫৯ কোটা-হযরত নিজামুদ্দিন এক্সপ্রেস
১২০৬০ হজরত নিজামুদ্দিন-কোটা এক্সপ্রেস
২০৪৫২ নিউ দিল্লি-সোগারিয়া এক্সপ্রেস
২০৪৫১ সোগারিয়া-নয়াদিল্লি এক্সপ্রেস
১২০৫০ হজরত নিজামুদ্দিন-বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসি গতিমান এক্সপ্রেস
১২০৪৯ বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসি-হযরত নিজামুদ্দিন গতিমান এক্সপ্রেস
১২০০২ নয়াদিল্লি-রানী কমলাপতি শতাব্দী এক্সপ্রেস
১২০০১ রানী কমলাপতি-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস
২০১৭১ রানী কমলাপতি-হযরত নিজামুদ্দিন বন্দে ভারত
২০১৭২ হজরত নিজামুদ্দিন-রানী কমলাপতি বন্দে ভারত
২২৪৭০ হজ নিজামুদ্দিন-খাজুরাহো বন্দে ভারত
২২৪৬৯ খাজুরাহো-হযরত নিজামুদ্দিন বন্দে ভারত
১১৮০৭ বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসি-আগ্রা ক্যান্টনমেন্ট প্যাসেঞ্জার

১১৮০৮ (আগ্রা সেনানিবাস) বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসি প্যাসেঞ্জার

১৪২১২ (নিউ-আগ্রা ক্যান্টনমেন্ট) ইন্টারসিটি এক্সপ্রেস

আজ যে যে ট্রেনগুলির রুট পরিবর্তন করা হয়েছে সেগুলি হল নিজামুদ্দিন-কোলহাপুর এক্সপ্রেস, নিজামুদ্দিন-মাদুরাই এক্সপ্রেস, নিজামুদ্দিন-এর্নাকুলাম এক্সপ্রেস, নিজামুদ্দিন-যশবন্তপুর এক্সপ্রেস, নিজামুদ্দিন-বিশাখাপত্তনম এক্সপ্রেস, ফিরোজপুর-শিবনি এক্সপ্রেস, যোগনগরী ঋষিকেশ-পুরী উৎকল এক্সপ্রেস, অমৃতসর-নাদিদ সচখণ্ড এক্সপ্রেস, নিজামুদ্দিন-রায়গড় এক্সপ্রেস, নিজামুদ্দিন-মাদগাঁও এক্সপ্রেস, জম্মু তাওয়াই-দুর্গ এক্সপ্রেস, নয়াদিল্লি-চেন্নাই এগমোর এক্সপ্রেস, নিজামুদ্দিন-মুম্বই সিএসটি রাজধানী, নয়াদিল্লি-হায়দরাবাদ এক্সপ্রেস।

 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular