এই বিশেষ কারণে একাধিক ট্রেন বাতিল, বিকল্প উপায় রেলের

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রী হয়রানি কমাতে খবর আগেভাগে জানিয়ে দেয় ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত…

Indian Railway

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রী হয়রানি কমাতে খবর আগেভাগে জানিয়ে দেয় ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেনের বাতিলের ঘোষণার সঙ্গেই রুট পরিবর্তনের কথা জানানো হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।

রেলপথের উন্নয়নমূলক কাজের কারণে রাঁচি ডিভিশনের বেশ কয়েকটি ট্রেনের পরিষেবা বাতিল ও রুট পরিবর্তন করা হয়েছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলের পক্ষ থেকে এই সাময়িক পরিবর্তনের ঘোষণা করা হয়েছে।

   

Advertisements

বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে ৬৮০৪১/৬৮০৪২ আদ্রা-বরকাকানা-আদ্রা মেমু এবং ৫৮০২৩/৫৮০২৪ টাটানগর-বরকাকানা-টাটানগর প্যাসেঞ্জার। উন্নয়নমূলক কাজের জন্য ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এই ট্রেনগুলি বাতিল থাকবে বলে জানিয়েছে রেল।

রুট পরিবর্তনের তালিকাতেও রয়েছে বেশ কিছু ট্রেন। যেমন ১৮৬১৩ রাঁচি-চোপন এক্সপ্রেস (যাত্রা শুরু ১৫ ফেব্রুয়ারি ২০২৫) পরিবর্তিত রুটে রাঁচি-তাতিসিলওয়াই-মেসরা-বরকাকানা-টোরি হয়ে চলবে। আবার ১৮৩১০ জম্মু তাওয়াই-সংবলপুর এক্সপ্রেস (যাত্রা শুরু ১৩ ফেব্রুয়ারি ২০২৫) পরিবর্তিত রুটে টোরি-বরকাকানা-মেসরা-তাতিসিলওয়াই-রাঁচি হয়ে চলবে। যাত্রীদের ভ্রমণে বড় ধরনের সমস্যা এড়াতে বিকল্প উপায় হিসাবে এই ট্রেনগুলির রুট পরিবর্তন করা হয়েছে।

প্রসঙ্গত, রেল কর্তৃপক্ষ (Indian Railway) যাত্রীদের কাছে এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের যথাযথ পরিকল্পনা করে রেল পরিষেবা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে।