এই রুট নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা রেলের, বাতিল হয়েছে একাধিক ট্রেন

আজ সোমবার বেশ কিছু ট্রেন বাতিল বলে ঘোষণা করল ভারতীয় রেল (Indian Railway)। মাসের শেষ দিন অনেক ট্রেনের সময়সূচিতেও বদল করা হয়েছে। পাশাপাশি ঘুরতি পথে…

Indian Railway announced about termination of multiple trains

আজ সোমবার বেশ কিছু ট্রেন বাতিল বলে ঘোষণা করল ভারতীয় রেল (Indian Railway)। মাসের শেষ দিন অনেক ট্রেনের সময়সূচিতেও বদল করা হয়েছে। পাশাপাশি ঘুরতি পথে চলবে বলেও জানায়। তালিকায় এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি কিছু প্যাসেঞ্জার ট্রেনও রয়েছে। চলুন তালিকাটি দেখে নেওয়া যাক।

আজ অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ১৮৬০১ টাটানগর-হাতিয়া এক্সপ্রেস এবং ০৮১৫১ টাটানগর-বরকাকনা প্যাসেঞ্জার বাতিল থাকছে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway)। আবার আগামীকাল অর্থাৎ ১ অক্টোবর বরকাকনা-টাটানগর প্যাসেঞ্জার ট্রেন বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

   

১৩৩০২ টাটানগর-ধানবাদ এক্সপ্রেস বিকেল ৩টে ৩০ মিনিটের পরিবর্তে সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে ছাড়বে বলে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। অন্যদিকে ২২৮৫৭ সাঁতরাগাছি-আনন্দ বিহার এক্সপ্রেস খড়গপুর-মেদিনীপুর-আদ্রা-পুরুলিয়া এই ঘুরপথে যাবে। এছাড়া ০৮০৭১/০৮০৭২ টাটানগর-খড়গপুর-টাটানগর মেমু স্পেশাল ট্রেনটি গালুদি থেকে আজকের জন্য বাতিল করার কথা জানিয়েছে রেল। 

অন্যদিকে আজ ৩০ তারিখ ১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাটা এসএফ এক্সপ্রেস বিকেল ৪টা ০৫মিনিটের পরিবর্তে সন্ধ্যে ৬টায় ছাড়বে বলে জানিয়েছে রেল। ২২৮৯৭ হাওড়া-দীঘা কান্ডারি এক্সপ্রেস আজ দুপুর ২টো ২৫মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি বিকেল ৫টা ৪০মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। 

সময়সূচি পরিবর্তেনের তালিকায় রয়েছে দীঘা-হাওড়া কান্ডারি এক্সপ্রেসের নাম। ট্রেনটি দীঘা স্টেশন থেকে আজ সন্ধ্যে ৬টা ২৫মিনিটে ছাড়ার বদলে রাত ৯টা ৪০মিনিটে ছাড়বে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। শেষ তিনটি ট্রেন যান্ত্রিক গোলযোগের কারণে ছাড়তে দেরি হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে আগামীকাল অর্থাৎ ১ অক্টোবর ১৩১০৯ এবং ১৩১০৭ কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস বাতিল থাকবে বলে ঘোষণা করেছে পূর্ব রেল। প্রসঙ্গত, আসন্ন দুর্গাপুজো ও দীপাবলি উপলক্ষ্যে মোট ৫৯৭৫টি বিশেষ ট্রেন চালানো হবে বলে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railway)।