দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি কমাতে চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিবারের ন্যায় এবারও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। পাশাপাশি কিছু ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।
প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি, প্রতিবেশীকে বিশেষ বার্তা মোদীর?
রেলের (Indian Railway) ঘোষণা
চক্রধরপুর ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য বেশ কয়েকটি ট্রেন বাতিল, সংক্ষিপ্ত রুটে পরিচালিত এবং বিকল্প রুটে চালানো হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে এই পরিবর্তন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে।
রেলের পক্ষ (Indian Railway) থেকে জানানো হয়েছে যে, ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে টাটানগর-বরকাকানা-টাটানগর প্যাসেঞ্জার (৫৮০২৩/৫৮০২৪) সম্পূর্ণরূপে বাতিল থাকবে। এছাড়া, ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার (৬৮০২৩/৬৮০২৪) ২৭, ২৯ এবং ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে চলাচল করবে না। একইভাবে, আসানসোল-টাটানগর-আসানসোল মেমু প্যাসেঞ্জার (৬৮০৫৫/৬৮০৫৬) ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে বাতিল করা হয়েছে।
#ser #IndianRailways pic.twitter.com/VmjKWawWhX
— South Eastern Railway (@serailwaykol) January 24, 2025
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭ ও ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে আসানসোল-টাটানগর-আসানসোল মেমু প্যাসেঞ্জার (৬৮০৫৫/৬৮০৫৬) ট্রেনটি পুরুলিয়া পর্যন্ত চলবে এবং সেখান থেকে যাত্রা শুরু করবে। অন্যদিকে, ধনবাদ-টাটানগর-ধনবাদ এক্সপ্রেস (১৩৩০১/১৩৩০২) ট্রেনটি ২৭, ২৯ ও ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে আদ্রা পর্যন্ত চলবে এবং সেখান থেকেই ফিরে যাবে।
রেলের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে রাঁচি-হাওড়া এক্সপ্রেস (২২৮৯২) ট্রেনটি নির্ধারিত রুটের পরিবর্তে বিকল্প রুটে চলবে। ট্রেনটি কোটশিলা-রাজবেরা-জামুনিয়াতান্ড-আদ্রা-মেদিনীপুর-খড়গপুর হয়ে হাওড়ায় পৌঁছাবে।
রেল কর্তৃপক্ষ (Indian Railway) যাত্রীদের এই পরিবর্তনের জন্য দুঃখ প্রকাশ করেছে এবং অনুরোধ করেছে যে, যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের আপডেট সম্পর্কে অবগত হয়ে নেয়ার জন্য। যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য রেল দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বা স্টেশন থেকে তথ্য সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।