দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টাই করে ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। এদিন রেলের পক্ষ থেকে ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার জন্য বেশ কিছু স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।
ট্রেন বাতিলের ঘোষণা করল রেল (Indian Railway)
অদ্রা ডিভিশনে উন্নয়েনের কাজের জন্য মঙ্গলবার অর্থাৎ ২৪ ডিসেম্বর একজোড়া ট্রেন বাতিলের ঘোষণা করেছে রেল (Indian Railway)। এটি হচ্ছে ০৮৬৬৫/০৮৬৬৬ ভোজুডি – চন্দ্রপুরা – ভোজুডি মেমু স্পেশাল। জানিয়ে রাখি, কেবলমাত্র আজকের জন্যই এই ট্রেনটির চলাচল বন্ধ রাখা হবে।
#ser #indianrailways pic.twitter.com/cJR6lYjh0M
— South Eastern Railway (@serailwaykol) December 23, 2024
পরীক্ষার্থীদের সুবিধার্থে রাঁচি-গয়া রুটে দুটি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল (Indian Railway)। এই বিশেষ ট্রেনগুলি পরীক্ষার সময় চলবে। দক্ষিণ-পূর্ব রেল (SER) সূত্রে জানা গিয়েছে, প্রথম বিশেষ ট্রেন ০৮৬০২ রাঁচি-গয়া স্পেশাল ২৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে রাত ১১:৪৫টায় রাঁচি থেকে ছাড়বে এবং পরের দিন সকাল ৮:৩০টায় গয়া পৌঁছাবে। ফেরার পথে, ০৮৬০১ গয়া-রাঁচি স্পেশাল ২৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে সকাল ১০:০০টায় গয়া থেকে ছাড়বে এবং সন্ধ্যা ৬:৫০টায় রাঁচি পৌঁছাবে।
ভারত থেকে ৭০০ মিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ভিয়েতনাম
দ্বিতীয় স্পেশাল ট্রেন ০৮৬০৪ রাঁচি-গয়া স্পেশাল ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে রাত ১১:৪৫টায় রাঁচি থেকে যাত্রা শুরু করবে এবং পরের দিন সকাল ৮:৩০টায় গয়া পৌঁছাবে। ফেরার পথে, ০৮৬০৩ গয়া-রাঁচি স্পেশাল ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখে দুপুর ২:৪৫টায় গয়া থেকে ছাড়বে এবং রাত ১১:০০টায় রাঁচি পৌঁছাবে।
উল্লেখ্য, উভয় ট্রেন রাঁচি থেকে গয়া যাওয়ার পথে মুরি এবং বোকারো স্টিল সিটি স্টেশনে থামবে। দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ট্রেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যাতে তাঁরা নির্ধারিত সময়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারেন। যাত্রীদের সুবিধার্থে এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)।