উন্নয়নের খেসারত দিতে হবে যাত্রীদের! ট্রেন বাতিলের ঘোষণা রেলের

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রী হয়রানি কমাতে খবর আগেভাগে জানিয়ে দেয় ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত…

Indian Railway

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রী হয়রানি কমাতে খবর আগেভাগে জানিয়ে দেয় ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। পাশাপাশি কিছু ট্রেনের বাতিলের ঘোষণাও করা হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।

রেলের সমস্ত পরিষেবা এক জায়গায়! শীঘ্রই আসছে SwaRail সুপার অ্যাপ, শুরু টেস্টিং

   

রেলের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর! আদ্রা ডিভিশনে উন্নয়নমূলক কাজের কারণে বেশ কয়েকটি ট্রেনের পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হবে। এই কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেন সংক্ষিপ্ত রুটে চলবে। পূর্ব রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই উন্নয়নমূলক কাজের ফলে যাত্রীদের সাময়িক অসুবিধা হবে, তবে দীর্ঘমেয়াদে পরিষেবা আরও উন্নত করা হবে।

Advertisements

বাতিল ট্রেনের তালিকা ও তারিখ

আদ্রা ডিভিশনের উন্নয়নমূলক কাজের কারণে ২৪শে মার্চ ২০২৫ থেকে ৩০শে মার্চ ২০২৫ পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। তার মধ্যে রয়েছে আসানসোল-আদ্রা-আসানসোল (৬৮০৪৬/৬৮০৪৫) মেমু প্যাসেঞ্জার ট্রেন, যা ২৪শে মার্চ থেকে ৩০শে মার্চ পর্যন্ত চলবে না। এছাড়া মেদিনীপুর-আদ্রা-মেদিনীপুর (৬৮০৮৯/৬৮০৯০) মেমু প্যাসেঞ্জার ট্রেন ২৪শে মার্চ, ২৮শে মার্চ ও ৩০শে মার্চ বাতিল থাকবে। এছাড়া ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম (১৮০১৯/১৮০২০) মেমু এক্সপ্রেস ২৪শে মার্চ ও ২৭শে মার্চ বাতিল থাকবে।

মণিপুরে পৃথক অভিযানে ৫ জঙ্গি গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আংশিকভাবে চলবে কিছু ট্রেন

এছাড়া, কিছু ট্রেনের গন্তব্য ও সূচনা পরিবর্তন করা হয়েছে। টাটানগর-আসানসোল-বারাবুম (৬৮০৫৬/৬৮০৬০) মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ২৪শে মার্চ থেকে ৩০শে মার্চ পর্যন্ত আদ্রা স্টেশনেই থেমে যাবে এবং সেখান থেকেই যাত্রা শুরু করবে।

ভারতীয় রেল (Indian Railway) জানিয়েছে যে, যাত্রীদের অসুবিধার জন্য তারা দুঃখিত, তবে এই উন্নয়নমূলক কাজ রেলের পরিকাঠামো উন্নয়নের জন্য জরুরি। যাত্রীদের তাদের ভ্রমণের পরিকল্পনা নতুন সময়সূচী অনুযায়ী করতে অনুরোধ করা হয়েছে। উন্নয়নমূলক কাজ শেষ হলে পরিষেবা আরও উন্নত হবে এবং যাত্রীরা আরও ভালো অভিজ্ঞতা পাবেন বলে রেল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।