দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রী হয়রানি কমাতে খবর আগেভাগে জানিয়ে দেয় ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেনের বাতিলের ঘোষণার সঙ্গেই সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।
চক্রধরপুর রেল বিভাগে চলমান উন্নয়নমূলক কাজের কারণে ভারতীয় রেল বেশ কয়েকটি ট্রেন বাতিল ও সময় পরিবর্তন করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই কাজ চলাকালীন যাত্রীরা সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারে, তবে ভবিষ্যতে পরিষেবা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
রেলের (Indian Railway) বাতিল ট্রেনের তালিকা
উন্নয়নমূলক কাজের কারণে চক্রধরপুর রেল বিভাগের বিভিন্ন রুটে কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত টাটানগর-রাউরকেলা-টাটানগর (৬৮০৪৩/৬৮০৪৪) মেমু ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া, ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে হাতিয়া-রাউরকেলা প্যাসেঞ্জার (৫৮৬৫৯) ট্রেন।
এছাড়াও, ১২ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাউরকেলা-হাতিয়া প্যাসেঞ্জার (৫৮৬৬০) ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। হাতিয়া-ঝাড়সুগুদা-হাতিয়া এক্সপ্রেস (১৮১৭৫/১৮১৭৬) শুধুমাত্র ১২ ফেব্রুয়ারি বাতিল থাকবে।
#ser #IndianRailways pic.twitter.com/W3fQz4ouAf
— South Eastern Railway (@serailwaykol) February 12, 2025
টাটানগর-নেতাজি সুভাষ চন্দ্র বসু ইটওয়ারি-টাটানগর এক্সপ্রেস (১৮১০৯/১৮১১০) ১৩ ও ১৪ ফেব্রুয়ারি চলাচল করবে না। পাশাপাশি, বিরমিত্রপুর-বারসুয়ান-বিরমিত্রপুর প্যাসেঞ্জার (৫৮১৫১/৫৮১৫২) ট্রেন ১৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে।
ট্রেনের সময়সূচি পরিবর্তন
রেলের উন্নয়নমূলক কাজের কারণে কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস (22861) ১৩ ফেব্রুয়ারি নির্ধারিত সময় সকাল ৬:৩০-র পরিবর্তে সকাল ৯:০০ টায় হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করবে।
প্রসঙ্গত, রেল কর্তৃপক্ষ (Indian Railway) এই সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে এবং যাত্রীদের ট্রেনের সময়সূচি দেখে স্টেশনে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে, যাত্রীরা রেলের অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ স্টেশন থেকে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন। এই উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলে চক্রধরপুর রেল বিভাগের যাত্রীসেবা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।