দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি কমাতে চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে। পাশাপাশি কিছু স্পেশাল ট্রেন সম্পর্কেও ঘোষণা করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভারতীয় রেলের (Indian Railway) নতুন ঘোষণা
ছাইবাসা স্টেশনে দুটি ট্রেন দাঁড়াবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে রেল। সেখানে জানানো হয়েছে ০৮৪২৫ ভুবনেশ্বর-তুন্দলা মহা কুম্ভ স্পেশাল আগামী ২২ জানুয়ারি থেকে উক্ত স্টেশনে দাঁড়াবে। ট্রেনটি রাত ৮টা ৪৫ মিনিটে থামবে এবং ৮টা ৫০ মিনিটে ছাড়বে। এছাড়া ০৮৪২৬ তুন্দলা-ভুবনেশ্বর মহা কুম্ভ স্পেশাল আগামী ২৪ তারিখ থেকে ছাইবাসা স্টেশনে রাত ১১টা ৩৫ মিনিটে পৌঁছাবে এবং পাঁচ মিনিট পর অর্থাৎ রাত ১১টা ৪০ মিনিটে ছেড়ে আসবে।
#ser #indianrailways pic.twitter.com/N3kHmv2m6N
— South Eastern Railway (@serailwaykol) January 20, 2025
আবার ১২৮০১ পুরী-নিউ দিল্লি এক্সপ্রেস আগামী ২৮ জানুয়ারি এবং ০২ ফেব্রুয়ারি বাতিল থাকছে। আবার ১২৮১৬ আনন্দ বিহার-পুরী এক্সপ্রেস এ মাসের ২৯ তারিখ চলবে না। এছাড়া ১৮৩১০ জম্মু তাওয়াই-সম্বলপুর এক্সপ্রেস ২৮ জানুয়ারি চলবে না।
প্রসঙ্গত, মহাকুম্ভ উপলক্ষ্যে ৯০০-র বেশি স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। এগুলি পুণ্যার্থীদের উদ্দেশ্যে চালানো হচ্ছে। যাত্রীদের যাতে কুম্ভে পৌঁছাতে অসুবিধা না হয়, তাই রেলের পক্ষ থেকে এই বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। উপরিউক্ত ট্রেনটি নতুন স্টেশনে দাঁড়ানোর ফলে বহু যাত্রীর সুবিধা হবে বলেই আশাবাদী ভারতীয় রেল (Indian Railway)।