একগুচ্ছ ট্রেনের সময়সূচি বদলের ঘোষণা করল রেল, রইল তালিকা

Railway Recruitment Board

আজ ৪ অক্টোবর শুক্রবার কয়েকটি ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা ঘোষণা করেছে ভারতীয় রেল (Indian Railway)। পাশাপাশি একটি ট্রেন বাতিল থাকার কথাও জানানো হয়েছে। চলুন পুজোর আগে কোন ট্রেনের সময় পরিবর্তন হল দেখে নেওয়া যাক।

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২৮৪১ শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস আজ দুপুর ৩টে ২০ মিনিটে ছাড়ার পরিবর্তে তা বিকেল ৫টা ২০ মিনিটে শালিমার স্টেশন থেকে ছাড়বে। যান্ত্রিক ত্রুটির জন্য এই বিলম্ব বলে জানানো হয়েছে। আবার ১৮৪১৬ পুরী-বারবিল এক্সপ্রেস আজ বর জামদা পর্যন্ত চলবে।

   

এদিকে ২২১৭০ সাঁতরাগাছি-রাঁচি কমলাপতি হামসফর এক্সপ্রেস বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি আজ রাত ১২টা ৩০ মিনিটে ছেড়ে গিয়েছে। আবার ০৬০৯০ সাঁতরাগাছি-তামবরাম এক্সপ্রেস ৩ তারিখ রাত ১১টা ৪০ মিনিটের পরিবর্তে আজ ভোর ৩টের সময় ছেড়েছে। 

তালিকায় রয়েছে ১২৮৩৪ হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে গতকাল ১১টা ০৫ মিনিটে ছাড়ার বদলে আজ ১২টা ৩৫ মিনিটে ছেড়ে গিয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railway)। আবার ১২৮৩৯ হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেইল ৩ তারিখ রাত ১১টা ৫৫ মিনিটের ছাড়ার পরিবর্তে আজ রাত ১টা ২৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে গিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন