আজ রবিবার ভারতীয় রেলের (Indian Railway) পক্ষ থেকে একাধিক ট্রেনের সময়সূচি বদলের কথা ঘোষণা করা হল। জানানো হয়েছে, আজ ২৯ সেপ্টেম্বর সাঁতরাগাছি জংশন থেকে ০৭২২২ সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেন বেলা ১২টা ২০ মিনিটের বদলে সন্ধ্যে ৭টা ৩০মিনিটে ছাড়বে।
অন্যদিকে রেলের টেকনিক্যাল কারণে ০৮০৭২ টাটানগর-খড়গপুর স্পেশাল ট্রেন আজ বাতিল থাকছে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। এছাড়াও বিলাসপুর ও গোন্ডিয়া রুটে ০৮৮৬২ ঝারসুগুদা-গোন্ডিয়া স্পেশাল ট্রেনটি কিছুসময়ের জন্য আংশিক বাতিলের কথা জানিয়েছিল রেল। এবারে পাকাপাকিভাবে ট্রেনটি আজ বাতিল থাকছে বলে জানানো হল। এর সঙ্গেই রবিবার ১৮১০৯ টাটানগর-এনএসসিবি ইটাওয়ারি ট্রেনটি বাতিল করা হয়েছে।
এছাড়া আগামী ১৭ অক্টোবর ও ১৯ অক্টোবর গোরখপুর-টাটানগর রুটে স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল। ওই দু’দিন ০৫০১২ গোরখপুর-টাটানগর স্পেশাল ট্রেন সন্ধ্যে ৭টার সময় গোরখপুর থেকে ছেড়ে যাবে। পরের দিন বেলা ১২টা ৫০ মিনিটে টাটানগর পৌঁছাবে ট্রেনটি। উল্টোদিকে আগামী ১৮ ও ২২ অক্টোবর ০৫০১১ টাটানগর-গোরখপুর স্পেশাল ট্রেনটি দুপুর ২টোয় টাটানগর থেকে ছাড়বে। সেটি পরের দিন সকাল ৬টায় গোরখপুর ঢুকবে।
দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, ০৮৬৮০/০৮৬৭৯ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু স্পেশাল ট্রেনটি আগামী ১, ৪ ও ৬ অক্টোবর বাতিল থাকছে। উন্নয়নমূলক কাজের জন্য ট্রেন বাতিল করা হয়েছে। আবার ৩০ সেপ্টেম্বর ১৮৬০১ টাটানগর-হাতিয়া এক্সপ্রেস ‘চান্দিল-গুন্দা বিহার-মুরি’ এই ঘুর পথে চালানো হবে। প্রসঙ্গত, আসন্ন দুর্গাপুজো ও দিপাবলী উপলক্ষ্যে ৫৯৭৫টি বিশেষ ট্রেন চালানো হবে বলে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railway)।