একগুচ্ছ নতুন ঘোষণা রেলের, আজ এই ট্রেনের সময়সূচিতে বদল

আজ রবিবার ভারতীয় রেলের (Indian Railway) পক্ষ থেকে একাধিক ট্রেনের সময়সূচি বদলের কথা ঘোষণা করা হল। জানানো হয়েছে, আজ ২৯ সেপ্টেম্বর সাঁতরাগাছি জংশন থেকে ০৭২২২…

Indian Railway

আজ রবিবার ভারতীয় রেলের (Indian Railway) পক্ষ থেকে একাধিক ট্রেনের সময়সূচি বদলের কথা ঘোষণা করা হল। জানানো হয়েছে, আজ ২৯ সেপ্টেম্বর সাঁতরাগাছি জংশন থেকে ০৭২২২ সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেন বেলা ১২টা ২০ মিনিটের বদলে সন্ধ্যে ৭টা ৩০মিনিটে ছাড়বে। 

অন্যদিকে রেলের টেকনিক্যাল কারণে ০৮০৭২ টাটানগর-খড়গপুর স্পেশাল ট্রেন আজ বাতিল থাকছে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। এছাড়াও বিলাসপুর ও গোন্ডিয়া রুটে ০৮৮৬২ ঝারসুগুদা-গোন্ডিয়া স্পেশাল ট্রেনটি কিছুসময়ের জন্য আংশিক বাতিলের কথা জানিয়েছিল রেল। এবারে পাকাপাকিভাবে ট্রেনটি আজ বাতিল থাকছে বলে জানানো হল। এর সঙ্গেই রবিবার ১৮১০৯ টাটানগর-এনএসসিবি ইটাওয়ারি ট্রেনটি বাতিল করা হয়েছে।

   

এছাড়া আগামী ১৭ অক্টোবর ও ১৯ অক্টোবর গোরখপুর-টাটানগর রুটে স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল। ওই দু’দিন ০৫০১২ গোরখপুর-টাটানগর স্পেশাল ট্রেন সন্ধ্যে ৭টার সময় গোরখপুর থেকে ছেড়ে যাবে। পরের দিন বেলা ১২টা ৫০ মিনিটে টাটানগর পৌঁছাবে ট্রেনটি। উল্টোদিকে আগামী ১৮ ও ২২ অক্টোবর ০৫০১১ টাটানগর-গোরখপুর স্পেশাল ট্রেনটি দুপুর ২টোয় টাটানগর থেকে ছাড়বে। সেটি পরের দিন সকাল ৬টায় গোরখপুর ঢুকবে। 

দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, ০৮৬৮০/০৮৬৭৯ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু স্পেশাল ট্রেনটি আগামী ১, ৪ ও ৬ অক্টোবর বাতিল থাকছে। উন্নয়নমূলক কাজের জন্য ট্রেন বাতিল করা হয়েছে। আবার ৩০ সেপ্টেম্বর ১৮৬০১ টাটানগর-হাতিয়া এক্সপ্রেস ‘চান্দিল-গুন্দা বিহার-মুরি’ এই ঘুর পথে চালানো হবে। প্রসঙ্গত, আসন্ন দুর্গাপুজো ও দিপাবলী উপলক্ষ্যে ৫৯৭৫টি বিশেষ ট্রেন চালানো হবে বলে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railway)।