আজ কয়েক ঘণ্টা লেটে চলছে, নির্ঘণ্ট প্রকাশের সঙ্গেই নতুন ট্রেনের ঘোষণা করল রেল

প্রতিদিনের ন্যায় আজও ট্রেনের সময়সূচি বদলের ঘোষণা নিয়ে হাজির হয়েছে ভারতীয় রেল (Indian Railway)। সাঁতরাগাছি থেকে সকাল সকাল ছাড়ার কথা ছিল। কিন্তু কয়েকঘণ্টা লেটে চলছে।…

Indian Railway

প্রতিদিনের ন্যায় আজও ট্রেনের সময়সূচি বদলের ঘোষণা নিয়ে হাজির হয়েছে ভারতীয় রেল (Indian Railway)। সাঁতরাগাছি থেকে সকাল সকাল ছাড়ার কথা ছিল। কিন্তু কয়েকঘণ্টা লেটে চলছে। রেলের পক্ষ থেকে সময় বদলের কথা জানানো হয়েছে। পাশাপাশি নতুন ট্রেনের ঘোষণা নিয়ে হাজির হয়েছে রেল। এটি কোন ট্রেন, চলুন জেনে নেওয়া যাক। 

দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, ২২৮৫৭ সাঁতরাগাছি-আনন্দ বিহার টার্মিনাল দিল্লি উইকলি এসএফ এক্সপ্রেস আজ অর্থাৎ ২১ অক্টোবর সকাল ১০টার বদলে বেলা ১২টায় সাঁতরাগাছি থেকে ছেড়ে যাবে। কিন্তু কেন এই বিলম্ব? এই প্রসঙ্গে যাত্রী সাধারণের উদ্দেশ্যে রেল জানিয়েছে, লিঙ্ক ট্রেন ঢুকতে দেরি করাই এর জন্য দায়ী। 

   

যাত্রী হয়রানি কমাতে একটি নতুন ট্রেনের ঘোষণা নিয়ে হাজির হয়েছে উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে। জানানো হয়েছে, এটি সপ্তাহে একদিন (বুধবার) করে চলবে। আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে যাত্রা। আগরতলা থেকে কলকাতায় যাতায়াত করা যাত্রীদের জন্য ০৫৬৫৮ আগরতলা-শিয়ালদা ট্রেন চালানো হবে। সন্ধ্যে সাতটা ছেড়ে এই ট্রেন পরের দিন সকাল ৮টা ৪০ মিনিটে শিয়ালদা ঢুকবে। বলার অপেক্ষা রাখে না এতে উপকৃত হবেন বহুযাত্রী। আগরতলা থেকে শিয়ালদাগামী ট্রেনটি কোন কোন স্টেশন থামবে, সেই তালিকাও প্রকাশ করেছে ভারতীয় রেল (Indian Railway)।