একগুচ্ছ ট্রেনের সময়সূচি পরিবর্তন, নতুন ঘোষণা নিয়ে হাজির রেল

সেপ্টেম্বরের শেষ দিনে একগুচ্ছ ঘোষণা নিয়ে হাজির হল ভারতীয় রেল (Indian Railway)। আজ সোমবার বহু ট্রেনের সময়সূচিতে বদল ঘটানো হয়েছে। ৩০ তারিখ অর্থাৎ আজ ১২৩৪৫…

Railways Take Major Step to Combat Fraud, Cancels Group-C Recruitment Process

short-samachar

সেপ্টেম্বরের শেষ দিনে একগুচ্ছ ঘোষণা নিয়ে হাজির হল ভারতীয় রেল (Indian Railway)। আজ সোমবার বহু ট্রেনের সময়সূচিতে বদল ঘটানো হয়েছে। ৩০ তারিখ অর্থাৎ আজ ১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাটা এসএফ এক্সপ্রেস বিকেল ৪টা ০৫মিনিটের পরিবর্তে সন্ধ্যে ৬টায় ছাড়বে বলে জানিয়েছে রেল। লিঙ্ক ট্রেন পৌঁছতে দেরি করায় ছাড়তে বিলম্ব বলে জানানো হয়েছে। 

   

অন্যদিকে দক্ষিণ পূর্ব রেল বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তনের তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে সবার প্রথমে রয়েছে ২২৮৫৭ সাঁতরাগাছি-আনন্দ বিহার এক্সপ্রেস। সাঁতরাগাছি থেকে ট্রেনটি আজ সকাল ১০টায় ছাড়ার কথা ছিল। তার পরিবর্তে এটি বেলা ১২টায় ছাড়বে। আবার ১২৮৫৭ হাওড়া-দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল ৬টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১০টার সময় ছেড়ে গেছে। দুটি ট্রেনের ছাড়তে বিলম্বের জন্য লিঙ্ক ট্রেন পৌঁছতে দেরি হওয়াকেই কারণ হিসেবে দর্শানো হয়েছে।

এছাড়া ১২৮৫৮ দীঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস আজ সকাল ১০টা ৩৫মিনিটের পরিবর্তে দুপুর ১টা ৫০মিনিটে দীঘা স্টেশন ছাড়ে যাবে। ২২৮৯৭ হাওড়া-দীঘা কান্ডারি এক্সপ্রেস আজ দুপুর ২টো ২৫মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি বিকেল ৫টা ৪০মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। 

সময়সূচি পরিবর্তেনের তালিকায় রয়েছে দীঘা-হাওড়া কান্ডারি এক্সপ্রেসের নাম। ট্রেনটি দীঘা স্টেশন থেকে আজ সন্ধ্যে ৬টা ২৫মিনিটে ছাড়ার বদলে রাত ৯টা ৪০মিনিটে ছাড়বে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। শেষ তিনটি ট্রেন যান্ত্রিক গোলযোগের কারণে ছাড়তে দেরি হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে আগামীকাল অর্থাৎ ১ অক্টোবর ১৩১০৯ এবং ১৩১০৭ কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস বাতিল থাকবে বলে ঘোষণা করেছে পূর্ব রেল। প্রসঙ্গত, আসন্ন দুর্গাপুজো ও দীপাবলি উপলক্ষ্যে মোট ৫৯৭৫টি বিশেষ ট্রেন চালানো হবে বলে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railway)।