পুজোর মুখে একাধিক সুখবর শোনাল রেল, ঘোষিত হল ট্রেনের পরিবর্তিত সময়

পুজোর আগে একগুচ্ছ নতুন কর্মসূচির উদ্বোধন করল ভারতীয় রেল (Indian Railway)। গতকাল অর্থাৎ বুধবার কলকাতায় এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তাঁর হাত ধরে শিয়ালদা…

Indian Railway

পুজোর আগে একগুচ্ছ নতুন কর্মসূচির উদ্বোধন করল ভারতীয় রেল (Indian Railway)। গতকাল অর্থাৎ বুধবার কলকাতায় এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তাঁর হাত ধরে শিয়ালদা স্টেশনে একাধিক নতুন পরিষেবার সূচনা হয়। এদিকে আজ বৃহস্পতিবার হাওড়া থেকে ছাড়তে চলেছে একটি ট্রেনের পরিবর্তিত সময়ের ঘোষণা করেছে রেল। 

দক্ষিণ পূর্ব রেলওয়ে তরফে জানানো হয়েছে, ১২২২২ হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস আজ ভোর ৫টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও দুপুর ১২টা ৩০ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। লিঙ্ক ট্রেন দেরি করে পৌঁছানোর ফলে এই বিলম্ব। এদিকে গতকাল অর্থাৎ ২ অক্টোবর ২০৮২৮ সাঁতরাগাছি-জবলপুর হামসফর এক্সপ্রেস রাত ৮টা ২০ মিনিটে ছাড়ার পরিবর্তে সাঁতরাগাছি থেকে রাত ১২টা ৩০ মিনিটে ছেড়েছে। আবার বুধবার ০৭২২২ সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটের পরিবর্তে রাত ১১টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে গেছে। 

   

১২ কোচের ইএমইউ লোকাল ট্রেনের জন্য শিয়ালদা রেলওয়ে স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণ করা হয়েছে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি শিয়ালদা স্টেশনে নতুন রেল কোচ রেস্তোরার উদ্বোধন করেন। আবার ১২ কোচের শিয়ালদা রানাঘাট ইএমইউ রেকের সূচনা করেন তিনি। এছাড়া ৩০০টি সাবারবান ট্রেনে কোচের সংখ্যা নয় থেকে বাড়িয়ে ১২ করা হয়েছে। রেকের সংখ্যা বাড়ানোর ফলে অতিরিক্ত তিন লক্ষ যাত্রী প্রত্যহ ট্রেনে যাতায়াত করতে পারবেন বলে রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

গতকাল রেলমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও কিছু ট্রেনের সূচনা করেন। সেই তালিকায় রয়েছে ০৩০২৪ আজিমগঞ্জ কাশিমবাজার মেমু, ০৩০২৩ কৃষ্ণনগর সিটি আজিমগঞ্জ প্যাসেঞ্জার এবং ০৪০১১ রাধিকাপুর আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস। তাই বলা যায়, পুজোর মুখে ভারতীয় রেলের (Indian Railway) একগুচ্ছ নতুন সূচনা অসংখ্য যাত্রীর মুশকিল আসান করবে।