ট্রেন সময়মতো না ছাড়লে গন্তব্যে পৌঁছাতে তো দেরি হয়ই, পাশাপাশি হয়রানির শেষ থাকে না। আর তা যদি হয় পুজোর সময়, তবে তো আরও চাপ! যাত্রীদের বিড়ম্বনা দূর করতে তাই ট্রেন ছাড়তে বিলম্ব বা বাতিলের কথা দায়িত্ব নিয়ে আগেভাগেই জানিয়ে দেয় ভারতীয় রেল (Indian Railway)। আজ পঞ্চমীতেও তার অন্যথা হল না। আজ কোন ট্রেনের সময় পরিবর্তন করা হল, চলুন জেনে নেওয়া যাক।
দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২০২২ বারবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস দুপুর ১টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সময় পেছনো হয়েছে। এই ট্রেন আজ সন্ধ্যে ৬টা ২০ মিনিটে বারবিল থেকে ছেড়ে আসবে। একই সঙ্গে রেল জানিয়েছে, আজ ১২০২১ হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার পরিবর্তে সকাল ৯ টায় হাওড়া থেকে ছেড়ে গিয়েছে। লিঙ্ক ট্রেন দেরিতে পৌঁছানোর কারণে এই বিলম্ব বলে রেলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়।
#ser #indianrailways pic.twitter.com/wf9wkW1OdH
— South Eastern Railway (@serailwaykol) October 8, 2024
পুজো উপলক্ষ্যে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। এবারে একজোড়া নতুন ট্রেনের ঘোষণা এল। ০৪২২৪ লখনউ-টাটানগর পূজা স্পেশাল আগামী ১৬ অক্টোবর লখনউ থেকে রওনা হবে। ০৪২২৩ টাটানগর-লখনউ পুজো স্পেশাল আগামী ১৭ অক্টোবর টাটানগর থেকে প্রস্থান করবে।
দশ হাজারের কাছাকাছি অভিযোগ, Ola-কে শোকজ নোটিশ ধরাল কেন্দ্র
ভারতীয় রেল (Indian Railway) আরও একজোড়া বিশেষ ট্রেনের ঘোষণা করেছে। ০৯৬১৯ মদার (রাজস্থান)-রাঁচি পুজো স্পেশাল ৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চালানো হবে। উল্টোদিকে ০৯৬২০ রাঁচি-মদার (রাজস্থান)-পুজো স্পেশাল আজ অর্থাৎ ৭ অক্টোবর থেকে শুরু করে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। এছাড়াও ০৮০২৭ হাওড়া-চক্রধরপুর স্পেশাল আগামীকাল অর্থাৎ ৯ অক্টোবর হাওড়া থেকে রাত ১২টা ০৫ মিনিটে ছেড়ে ওইদিন সকাল ১১ টায় চক্রধরপুর পৌঁছাবে। অন্যদিকে ০৮০২৯ হাওড়া বোকারো স্টিল সিটি স্পেশাল আগামীকাল অর্থাৎ বুধবার রাত ১২টা ০৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। সেদিন সকাল ৯ টায় সেটি বোকারো স্টিল সিটি’তে পৌঁছাবে। এই ট্রেন দুটি যাত্রাপথে কোন কোন স্টেশন দাঁড়াবে তারও তালিকা প্রকাশ করেছে দক্ষিণ পূর্ব রেল।