Saturday, December 6, 2025
Home Bharat Indian Railway: মহিলা পরিচালিত বন্দে ভারত এক্সপ্রেস, নারী দিবসে ভারতীয় রেলের ঐতিহাসিক...

Indian Railway: মহিলা পরিচালিত বন্দে ভারত এক্সপ্রেস, নারী দিবসে ভারতীয় রেলের ঐতিহাসিক পদক্ষেপ

- Advertisement -

আন্তর্জাতিক নারী দিবসে ভারতীয় রেল (Indian Railway) নতুন ইতিহাস সৃষ্টি করল। দেশ প্রথমবারের মত চালানো হল মহিলা পরিচালিত বন্দে ভারত এক্সপ্রেস। এই বিশেষ ট্রেনের সব কর্মীই মহিলা। চালক, সহকারি চালক, টিকিট পরীক্ষক, কেটারিং স্টাফ, সকলেই ছিলেন মহিলা। সেন্ট্রাল রেলওয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নারী দিবস উপলক্ষ্যে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) থেকে শিরদি পর্যন্ত ট্রেনটি চলে।

Advertisements

এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিল ভারতীয় রেল। সিএসএমটি স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস প্রথমবারের মতো মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হয়। এর মধ্যে ট্রেনের লোকো পাইলট, সহকারী লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, টিকিট পরীক্ষক এবং কেটারিং স্টাফ সকলেই ছিলেন মহিলা। সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্ননীল নীলা এই বিষয়ে জানিয়েছেন, ‘ভারতীয় রেল মহিলাদের জন্য সুযোগ তৈরির কাজে সবসময় মনোযোগী। মহিলাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে আমরা গর্বিত, যে আজ নারী দিবসে আমরা মহিলা চালিত বন্দে ভারত এক্সপ্রেস চালালাম।’

   

এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় রেল মহিলাদের শক্তি, নেতৃত্ব এবং ডেডিকেশন উদযাপন করেছে। সেন্ট্রাল রেলওয়ে তাদের এক্স হ্যান্ডলে (X) এই পদক্ষেপের কথা জানিয়ে লিখেছে, ‘ঐতিহাসিক মুহূর্ত! প্রথমবার মহিলা পরিচালিত বন্দে ভারত এক্সপ্রেস সিএসএমটি স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। ভারতীয় রেলে মহিলাদের শক্তি, নেতৃত্ব এবং ডেডিকেশনের সেলিব্রেশন করতে পেরে আমরা গর্বিত।’

সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভবিষ্যতে মহিলা পরিচালিত মালবাহী ট্রেনও চালানো হবে। এটি মহিলাদের নেতৃত্বের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার উদ্যোগ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আন্তর্জাতিক নারী দিবসে নারীদের ক্ষমতায়ন এবং তাদের সমর্থনে বার্তা দিয়েছেন। ভারতীয় রেলের উদ্যোগের সঙ্গে মিল রেখে, প্রধানমন্ত্রী মোদী তার বক্তব্যে নারীশক্তি জাগরণের কথা উল্লেখ করেন।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular