দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রীদের হয়রানি এড়াতে খবর আগেভাগে জানিয়ে দেয় রেল (Indian Railway)। তেমনই রেলের পক্ষ থেকে এবার নতুন ঘোষণা এল। বেশ কিছু ট্রেনের বাতিল থাকার পাশাপাশি সময় পরিবর্তনার কথা জানানো হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।
আদ্রা রেলওয়ে ডিভিশনে উন্নয়নমূলক কাজের কারণে বেশ কিছু ট্রেন পরিষেবা সাময়িকভাবে নিয়ন্ত্রিত হতে চলেছে। দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কিছু ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হবে।
খড়গপুর লাইনে একাধিক ট্রেন বাতিল করল রেল, ভোগান্তি এড়াতে দেখুন তালিকা
রেলের (Indian Railway) বাতিল হওয়া ট্রেনসমূহের তালিকা:
আসানসোল-আদ্রা-আসানসোল মেমু স্পেশাল (ট্রেন নম্বর ০৮৬৪৪/০৮৬৪৩) ১৬ ডিসেম্বর এবং ২১ ডিসেম্বর তারিখে সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। একইভাবে, আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু স্পেশাল (ট্রেন নম্বর ০৮৬৭৯/০৮৬৮০) ২০ ডিসেম্বর এবং ২২ ডিসেম্বর তারিখে পরিষেবা দেবে না।
#ser #indianrailways pic.twitter.com/5AHdqlC6D6
— South Eastern Railway (@serailwaykol) December 13, 2024
যে ট্রেনগুলির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে তার মধ্যে রয়েছে টাটানগর-আসানসোল-বারাভূম মেমু স্পেশাল (ট্রেন নম্বর ০৮১৭৪/০৮৬৫২)। এই ট্রেন ১৬ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর, ১৯ ডিসেম্বর এবং ২১ ডিসেম্বর আদ্রায় যাত্রা শেষ করবে এবং সেখান থেকেই পরবর্তী যাত্রা শুরু করবে। একইভাবে, আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু স্পেশাল (ট্রেন নম্বর ০৩৫৯৩/০৩৫৯৪) ১৭ ডিসেম্বর, ১৯ ডিসেম্বর এবং ২২ ডিসেম্বর আদ্রায় সংক্ষিপ্ত যাত্রা করবে।
এই সময়সীমার মধ্যে যাত্রা করার পরিকল্পনা থাকা যাত্রীদের অনুরোধ করা হয়েছে বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য। উন্নয়নমূলক প্রকল্পের কাজ সম্পন্ন হলে ট্রেন পরিষেবা আগের মতো স্বাভাবিক করা হবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেল কর্তৃপক্ষ (Indian Railway) দুঃখ প্রকাশ করেছে।