ভারতীয় ডাকে ‘ডিজিটাল বিপ্লব’, আর থাকবে না পিনকোড-রাস্তার নাম

দেশের ডাক ব্যবস্থায় এবার ‘ডিজিটাল বিপ্লব’। এবার থেকে কারও ঠিকানা খুঁজতে প্রয়োজন হবে না রাস্তা, গলি বা বাড়ির নাম। নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া (Digital India)…

India Post

দেশের ডাক ব্যবস্থায় এবার ‘ডিজিটাল বিপ্লব’। এবার থেকে কারও ঠিকানা খুঁজতে প্রয়োজন হবে না রাস্তা, গলি বা বাড়ির নাম। নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া (Digital India) প্রকল্পের আওতায় আসছে ডিজিটাল পিন বা ডিজিপিন। নেপথ্যে রয়েছে আইআইটি মাদ্রাজ। ভারতীয় ডাক বিভাগের গ্রিড ভিত্তিক ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেমের এই নতুন উদ্ভাবনের নেপথ্যে রয়েছে আইআইটি মাদ্রাজ (IIT Madras)। 

Advertisements

একুশের মঞ্চ থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা মমতার

বিজ্ঞাপন

এই সিস্টেমে প্রতি ১৬ বর্গ কিমি অন্তর বদলে যাবে ঠিকানা। কীভাবে হবে এই নয়া ব্যবস্থা? কেন্দ্রীয় ডাক মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই নয়া ব্যবস্থায় থাকবে না কোনও গৃহকর্তা, অফিস বা প্রতিষ্ঠানের নাম। নতুন এই প্রকল্পে চার মিটার দৈর্ঘ্য ও চার মিটার প্রস্থের নিরিখে টুকরো করা হবে গোটা দেশ, এমনকী সমুদ্র বা উপকূলসীমান্তও। অর্থাৎ প্রতিটি টুকরোর আয়তন দাঁড়াবে ১৬ বর্গ মিটার। এই প্রকল্প বাস্তবায়নে অনেকটাই এগিয়ে গিয়েছে কেন্দ্র।

কেরলে আতঙ্ক বাড়ছে, নিপা ভাইরাসে সংক্রমিত এক কিশোরের মৃত্যু

কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দেশের বিপুল পরিমান এলাকাকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ অনুযায়ী আলাদা আলাদা কোডে চিহ্নিত করা হবে। আপাতত ওই আলফা-নিউমেরিক কোডগুলি হবে ১০ অঙ্কের। তাতে সংখ্যা এবং ইংরেজি অক্ষর দুই-ই থাকবে। সেগুলিই হবে সাধারণ মানুষের ডিজিটাল ঠিকানা, যার পোশাকি নাম ‘ডিজিপিন’। তবে এই প্রকল্প চালু করতে দেশের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সমর্থন প্রয়োজন। সেইকাজ কীভাবে কতদূর করতে পারবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

১০ লাখ চাকরি তৈরি, বড় ঘোষণা করেও শঙ্কিত মমতা! কেন ?

এই নয়া সিস্টেমের মাধ্যমে ই-কমার্স সংস্থাগুলির বাণিজ্যিকভাবে লাভবান হবে। পাশাপাশি প্রতিটি এলাকা সঠিকভাবে চিহ্নিত করা আরও সহজ হবে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও ব্যবহার করা যাবে এই ডিজিপিন। তবে গোটা বিষয়টিই এখনও লাল ফিতের ফাঁসে আটকে রয়েছে। জানা গিয়েছে, এই সিস্টেমে কারও ব্যক্তিগত তথ্য দেওয়া হবে না। ফলে এই ডিজিপিন ব্যবস্থায় কারও ব্যক্তিগত তথ্য হ্যাক করা যাবে না।