NEET থেকে ‘এজেন্সি রাজ’, সংসদে বিক্ষোভে উত্তাল ‘ইন্ডিয়া’

সোমবার অধিবেশনের শুরুতেই উত্তাল হয়ে উঠল সংসদ।  এদিন নিট প্রশ্ন ফাঁস থেকে কেন্দ্রীয় এজেন্সি গুলির ‘অতিসক্রিয়তা’র বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে সামিল হল বিরোধী জোট। বিক্ষোভে সামিল…

সংসদে বিক্ষোভ বিরোধীদের

সোমবার অধিবেশনের শুরুতেই উত্তাল হয়ে উঠল সংসদ।  এদিন নিট প্রশ্ন ফাঁস থেকে কেন্দ্রীয় এজেন্সি গুলির ‘অতিসক্রিয়তা’র বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে সামিল হল বিরোধী জোট। বিক্ষোভে সামিল হয়েছে কংগ্রেস, উদ্বব ঠাকরের শিবসেনা ও সিপিআইএমের মতো বিরোধী দলগুলি। কংগ্রেসের তরফে এদিনের বিক্ষোভে সামিল হন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কেসি বেনুগোপাল, শশী থারুর। আম আদমী পার্টির থেকে সঞ্জয় সিং ও তৃণমূলের সাগরিকা ঘোষ, শিবসেনার পক্ষ থেকে ছিলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং সিপিএমের কেরলের সাংসদ জন ব্রিটাস।

মমতার ‘লক্ষ্মীর ভান্ডার’-কে ‘টুকে’ নতুন প্রকল্প চালু করল NDA সরকার

   

প্রত্যেক বিরোধী নেতার হাতেই একটা করে প্ল্যাকার্ড ছিল। তাতে লেখা রয়েছে ‘রেসপেক্ট অপজিশন’ অর্থ্যাত্ বিরোধীদের সম্মাণ করুন। কোনও কোনও প্ল্যাকার্ডে লেখা ‘ভাজপা মে যাও, ভ্রষ্টাচার কা লাইসেন্স পাও’, অর্থ্যাত্ বিজেপিতে যাও, এবং দুর্নীতি করার লাইসেন্স পাও। বিরোধী দল গুলি এদিন  সিবিআইয়ের হাতে বন্দি হওয়া মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল  ও হেমন্ত সোরেনের গ্রেফতারির বিরুদ্ধেও সুর চড়ান। এছাড়াও দেশজুড়ে ডাক্তারি প্রবেশিকা নিট জালিয়াতি নিয়েও  বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের নেতারা।  শুধু মাত্র সংসদের বাইরেই নয়, অধিবেশন কক্ষেও নিট জালিয়াতি প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সুষ্ঠ তদন্তের দাবি জানান তিনি।

৪০০০০ ফুট উচ্চতায় সেলিব্রেশনে মাতলেন ভারতের অনুরাগীরা

অন্যদিকে, ইডি, সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থাগুলির অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, “কেন্দ্রীয় এজেন্সিগুলির কার্যকলাপ সঠিক নয়  মাত্রাতিরিক্ত  তততপতা উদ্দেশ্যপ্রনোদিত।” 

ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেই নিট-নেট দুর্নীতিতে বেকায়দায় মোদী সরকার। মসনদে বসার সপ্তাহ দুয়েকের মধ্যেই পরীক্ষা জালিয়াতিকাণ্ডে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।  অধিবেশন শুরুর থেকেই বিষয়টি নিয়ে মোদী সরকারকে চেপে ধরতে জোরকদমে কোমর বাঁধে  বিরোধী শিবির। এমন অবস্থায় এই দুর্নীতি কাণ্ডে তদন্তের সিবিআইকে নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তারপরই গোটা দেশ জু়ড়ে তদন্তের জাল ছড়িয়ে দেয় সিবিআই। 

বিহার থেকে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ থেকে রাজস্থান, সর্বত্র ছড়িয়ে রয়েছে নিট কেলেঙ্কারির জাল। ইতিমধ্যে পরীক্ষা দুর্নীতির তদন্তে উঠে এসেছে একের পর এক নাম। তবে এই জাল কতদূর বিস্তৃত তা জানতে তদন্তে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।