Indian Navy: বহু পাকিস্তানিকে মৃত্যুর মুখ থেকে ফেরালো নৌসেনা

ফের একবার নজির গড়ল ভারতীয় নৌসেনা (Indian Navy)। মাঝ সমুদ্রে বহু পাকিস্তানিকে উদ্ধার করল, বলা ভালো মৃত্যুর মুখ থেকে ফেরালো ভারতীয় নৌসেনা। জানা গিয়েছে, শুক্রবার…

ফের একবার নজির গড়ল ভারতীয় নৌসেনা (Indian Navy)। মাঝ সমুদ্রে বহু পাকিস্তানিকে উদ্ধার করল, বলা ভালো মৃত্যুর মুখ থেকে ফেরালো ভারতীয় নৌসেনা।

জানা গিয়েছে, শুক্রবার ২৯ মার্চ সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে ইরানি মাছ ধরার জাহাজ আল-কামবার থেকে ২৩ পাকিস্তানি নাগরিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুমেধা। নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তাদের দল ভারত মহাসাগরের এডেন উপসাগরের কাছে জাহাজটি ছিনতাইয়ের খবর পায়।

   

জাহাজটিতে সোমালিয়ার ৯ জন জলদস্যু ছিল। জাহাজটি ইয়েমেনের সোকোত্রা দ্বীপ থেকে ১৬৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল। হাইজ্যাক হওয়ার খবর মাত্রই ভারতীয় নৌবাহিনী তাদের যুদ্ধজাহাজ আইএনএস সুমেধাকে প্রথম ইরানি জাহাজকে আটকাতে পাঠায়। এরপর দ্বিতীয় যুদ্ধজাহাজ আইএনএস ত্রিশূলের সহায়তায় নৌবাহিনী জলদস্যুদের হাত থেকে জাহাজটি উদ্ধার করে।

Advertisements

নৌবাহিনীর টিম ১২ ঘণ্টা অভিযান চালিয়ে জলদস্যুদের আত্মসমর্পণ করতে বাধ্য করে। দলটি বর্তমানে জাহাজটি তদন্ত করছে। এরপর নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে।

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News