যত সময়ে এগোচ্ছে ততই নানা ইস্যুকে কেন্দ্র করে ভারত ও চিনের মধ্যেকার সম্পর্ক ততই যেন তলানিতে গিয়ে ঠেকছে। তবে বিপদের মুখে শত্রুতা ভুলে ভারত যা করল তা দেখে ও শুনে গোটা বিশ্ব রীতিমতো চমকে গিয়েছে সকলেই ভারতকে কুর্নিশ জানাচ্ছে। মাঝ সমুদ্র থেকে চিনের এক নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌসেনা (Indian Navy)। এক কথায় মানবিকতার পরিচয় দিয়েছে ভারত।
ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে একতি ভিডিও তীব্র গতিতে ভাইরাল হচ্ছে। এই ভিডিও দেখে সকলে একটা কথাই বলছে, ভারতীয় নৌবাহিনী আরও একবার তাদের সাহস ও মানবিকতার পরিচয় দিয়েছে। নৌসেনার তরফে জানানো হয়েছে, মুম্বই থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে চিনা জাহাজের নাবিক চোট পেয়েছেন বলে খবর আসে । ঝং শান মেন নামে একটি জাহাজের কাছ থেকে সাহায্যের অনুরোধ পেয়েছিল ভারতীয় নৌবাহিনী। এরপর সময়ে নষ্ট না করে ভারতের নৌবাহিনী চিনা জাহাজের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
এরপর মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) নির্দেশে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারটি নাবিককে নিরাপদে নিয়ে আসে।
নৌবাহিনী জানিয়েছে, মঙ্গলবার মুম্বাই থেকে ২০০ নটিক্যাল মাইল (প্রায় ৩৭০ কিলোমিটার) দূরে কার্গো জাহাজ ‘ঝং শান মেন’ থেকে মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) জরুরি কল পায়। বার্তায় বলা হয়, ৫১ বছর বয়সী চিনা নাবিক গুরুতর আহত হয়েছেণ ও প্রচুর রক্তক্ষরণও হয়েছে বলে বর্ণনা করে অবিলম্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়।
মেডিক্যাল এমার্জেন্সির ক্ষেত্রে, ইন্ডিয়ান নেভাল এয়ার স্টেশন আইএনএস শিকরা থেকে একটি সিকিং হেলিকপ্টার চালু করা হয়। চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও রোগীকে জাহাজের ব্রিজ উইং থেকে সফলভাবে এয়ারলিফ্ট করা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
#IndianNavy successfully evacuates a Critically injured #Chinese Mariner from Bulk Carrier ZHONG SHAN MEN, 200nm (approx 370km) from #Mumbai.
Maritime Rescue Co-ordination Centre, Mumbai received a distress call on PM #23Jul 24 from the bulk carrier reporting heavy blood loss… pic.twitter.com/FyhlgnEUUR— SpokespersonNavy (@indiannavy) July 24, 2024