শূন্য সিঁথি, চোখে জল! শহিদ স্বামীর কফিন জড়িয়ে বললেন ‘ওঁর জন্য গর্বিত’

নয়াদিল্লি: মাত্র ছয় দিনের সফর৷ হঠাৎ একটা দমকা হওয়ায় সেই সফরেই পড়ল ইতি৷ এক লহমায় বদলে গেল এক নববিবাহিত কনের জীবনের কাহিনী। মধুচন্দ্রিমায় গিয়ে চিরদিনের…

Indian Navy officer killed Kashmir

নয়াদিল্লি: মাত্র ছয় দিনের সফর৷ হঠাৎ একটা দমকা হওয়ায় সেই সফরেই পড়ল ইতি৷ এক লহমায় বদলে গেল এক নববিবাহিত কনের জীবনের কাহিনী। মধুচন্দ্রিমায় গিয়ে চিরদিনের জন্য হারাতে হলো জীবনসঙ্গীকে! কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণে জঙ্গি হামলায় শহিদ হলেন ভারতীয় নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নরওয়াল। তাঁর স্ত্রী হিমাংশি তখন তাঁর পাশেই ছিলেন৷ পাহাড়ি সবুজ ঘেরা উপত্যকায় নতুন করে জীবনকে উপভোগ করতে শুরু করেছিলেন সবে, তার মধ্যেই নেমে এল সন্ত্রাসের বজ্রঘাত৷

কফিনে ফিরলেন বিনয়

আজ দিল্লিতে যখন তেরঙ্গা-মুড়ে কফিনে করে ফিরলেন বিনয়, স্তব্ধ হয়ে গিয়েছিল হিমাংশির পৃথিবী। কফিন জড়িয়ে ধরে ভেঙে পড়লেন কান্নায়। তবু কাঁপা গলায় বলে উঠলেন,
“আমরা ওর জন্য প্রতিদিন গর্ব করব… ও আমাদের গর্ব। ও যেখানেই থাকুক, ভালো থাকুক। ওর জন্যই তো আমরা বেঁচে আছি। আমরা ওকে গর্বিত করব, এটাই কথা।”

   

লেফটেন্যান্ট বিনয় নরওয়াল, ভারতীয় নৌসেনার এক সাহসী অফিসার, মাত্র ২৬ বছর বয়সে শহিদ হলেন জঙ্গিদের গুলিতে। শুধু একজন স্ত্রী নন, হিমাংশি যেন হয়ে উঠেছেন আজকের ভারতের সাহস ও ভালোবাসার প্রতীক। চোখের জলে যখন তিনি কফিনের পাশে বসে ছিলেন, গোটা দেশ যেন নিঃশব্দে দাঁড়িয়ে ছিল তাঁর পাশে।

ভাগ্যে সইল না নতুন জীবন Indian Navy officer killed Kashmir

বিনয়, হরিয়ানার করনালের ছেলে, দেশের জন্য বেঁচে থাকার শপথ নিয়েছিলেন। সেই শপথ পালন করলেন জীবন দিয়ে। মাত্র দুই বছর আগে নৌসেনায় কমিশন পেয়েছিলেন। নতুন জীবন, নতুন ঘর ভাগ্যে সইল না তাঁর৷ একটা নিঃসঙ্গ কফিনে বন্দি হল তাঁর নিথর দেহ।

শূন্য সিঁথি, চোখে জল! শহিদ স্বামীর কফিন জড়িয়ে বললেন ‘ওঁর জন্য গর্বিত’

বুধবার সন্ধ্যায় তাঁর মরদেহ পৌঁছাবে করনালে৷ আগামীকাল, হিমাংশি নিজের হাতে বিদায় জানাবেন তাঁকে, যাঁর সঙ্গে জীবনের শুরু হয়েছিল মাত্র ছ’দিন আগে।

হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি ভিডিও কলে কথা বলেন শহিদের দাদুর সঙ্গে। বৃদ্ধ কণ্ঠেও হাহাকার৷ তিনি বলেন, “আজ আমার নাতি গেল, কাল কারো ছেলে যাবে। এভাবে চলতে পারে না। জঙ্গিদের এমন শাস্তি হোক, যাতে আর কেউ সাহস না পায়।”

২৬টি প্রাণ নিঃশেষ

শুধু পরিবার নয়, গোটা দেশ আজ কান্নায় ভেঙে পড়েছে। শুধু একজন নয়, ২৬টি প্রাণ নিঃশেষ হয়েছে সেই হামলায়— যাঁরা কেউ ঘুরতে গিয়েছিলেন, কেউ ছবি তুলছিলেন, কেউ খাচ্ছিলেন বন্ধুদের সঙ্গে। সেই সব হাসিমুখ এখন নিথর।

তবুও হিমাংশি বলে ওঠেন— “আমরা ওকে গর্বিত করব।” এই একটি লাইনেই যেন আজকের ভারত দাঁড়িয়ে আছে— ভাঙা বুকে, মাথা উঁচু করে।

 

Bharat: Tragic honeymoon ends in Pahalgam terror attack: Navy Lieutenant Binay Narwal martyred. Wife Himanshi’s heartbreaking resilience. Nation mourns the young officer’s sacrifice.

Advertisements