সমুদ্রে শক্তিবৃদ্ধি ভারতের, চিনকে চোখ রাঙাতে জলে নামছে আইএনএস তুষিল

নয়াদিল্লিঃ চিনের মোকাবিলায় এবার সমুদ্রে ব্যাপক নৌসামরিক শক্তি বৃদ্ধি করতে চলেছে ভারত। রাশিয়ার সহযোগিতায় এবার নয়া প্রযুক্তির স্টেলথ ফ্রিগেট বানাচ্ছে ভারত। যার মোকাবিলা করা চিনের…

Indian Navy

নয়াদিল্লিঃ চিনের মোকাবিলায় এবার সমুদ্রে ব্যাপক নৌসামরিক শক্তি বৃদ্ধি করতে চলেছে ভারত। রাশিয়ার সহযোগিতায় এবার নয়া প্রযুক্তির স্টেলথ ফ্রিগেট বানাচ্ছে ভারত। যার মোকাবিলা করা চিনের পক্ষে যথেষ্ট সহজ হবে না বলেই মনে করছে প্রতিরক্ষা মহল। এই নয়া ফ্রিগেটের নাম আইএনএস তুষিল (INS Tushil)

শিয়ালদহ শাখায় ফের যাত্রী ভোগান্তি! ২০-২১ জুলাই বাতিল বহু লোকাল ট্রেন

   

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের সমঝোতা এবং ২০১৮ সালে সই হওয়া চূড়ান্ত চুক্তি অনুযায়ী রাশিয়ার কালিনিনগ্রাডের জাহাজ কারখানায় ভারতীয় নৌসেনার জন্য তৈরি হয়েছে দু’টি স্টেল্‌থ ফ্রিগেট। তার প্রথমটি, আইএনএস তুষিলে (INS Tushil)র সমুদ্রযুদ্ধের মহড়াও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেই প্রশিক্ষণে অংশ নিতে রাশিয়ায় রয়েছেন ভারতীয় নৌসেনার ২০০ জন অফিসার এবং কর্মী। ২০১৮ সালের ওই চুক্তি অনুযায়ী ভারতীয় নৌসেনার জন্য আইএনএস তলোয়ার শ্রেণির চারটি স্টেল্‌থ ফ্রিগেট বানাবে রাশিয়া। চুক্তির মোট অঙ্ক ২৫০ কোটি ডলার প্রায় ২১ হাজার কোটি টাকা।

সাংঘাতিক গর্বের নজির ভারতীয় রেলের! দুনিয়ার সবচেয়ে উঁচু সেতু দিয়ে চলবে ট্রেন

এই স্টেলথ ফ্রিগেট ভারত মহাসাগরে বড়সড় ভরসা হতে পারে ভারতীয় নৌ সেনার। বিগত কয়েকবছর ধরেই প্রতিরক্ষা সামগ্রী নির্মাণে ‘আত্মনির্ভর’ হওয়ার চেষ্টা করছে ভারত। সামরিক ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমিয়ে স্বদেশেই অস্ত্র নির্মাণে জোর দিয়েছে ভারত সরকার। তারফলে আমদানি খাতে বিপুল বৈদেশিক মুদ্রা সঞ্চয় করা যাবে বলেই মত কূটনৈতিক মহলের।

সাংঘাতিক গর্বের নজির ভারতীয় রেলের! দুনিয়ার সবচেয়ে উঁচু সেতু দিয়ে চলবে ট্রেন

বিগত কয়েক বছর ধরেই ভারত সীমান্তে ও ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বাড়ানোর অনবরত চেষ্টা করে চলেছে চিন। সেই সঙ্গে চিরাচরিত ভাবে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে চলেছে প্রতিবেশী পাকিস্তান। ২০১৯ এ বালাকোট এয়ারস্ট্রাইক ও ২০২০ সালে গালোয়ানে চিনের সঙ্গে ভারতীয় সেনার সংঘাত, দুই প্রতিবেশীর সঙ্গে নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ককে তলানিতে নিয়ে গিয়েছে। বর্তমানে দেশের সীমান্ত পরিস্থিতিও যথেষ্ট উত্তপ্ত। এমন অবস্থায় ভারতের এই নতুন স্টেলথ ফ্রিগেটের সংযুক্তি নিঃসন্দেহে চিন্তায় ফেলবে এই দুই প্রতিবেশীকে। এমনটাই মনে করছে কূটনৈতিক মহল।