নিউজ ডেস্ক, নয়াদিল্লি: দেশের নতুন নৌ সেনা প্রধান (Indian Navy) হচ্ছেন অ্যাডমিরাল আর হরি কুমার। ২৫ তম নৌ সেনাপ্রধান হিসেবে মঙ্গলবার ৩০ নভেম্বর তিনি নিজের দায়িত্ব বুঝে নিলেন। বর্তমান নৌ সেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিংয়ের (karambeer sing) স্থলাভিষিক্ত হচ্ছেন অ্যাডমিরাল হরি কুমার (R Hari Kumar)।
এর আগে নৌবাহিনীর ওয়েস্টার্ন নেভাল কমান্ডে (western naval command) ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে নিযুক্ত ছিলেন হরিকুমার। দেশের নতুন নৌ সেনাপ্রধান আইএনএস বিক্রমাদিত্যের বিশ্বব্যাপী কমিটির প্রধান পদে এবং গোয়ায় নৌবাহিনীর কলেজের কমান্ড্যান্ট হিসেবে নিযুক্ত প্রথম ফ্ল্যাগ অফিসার ছিলেন। নৌবাহিনীতে দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন হরি কুমার। বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিরাটের কমান্ডিং অফিসার ছিলেন তিনি। একইসঙ্গে হরিকুমার ওয়েস্টার্ন ফিল্টের ফ্লিট অপারেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
১৯৬২ সালের ১২ এপ্রিল তিরুবনন্তপুরমে জন্মগ্রহণ করেছিলেন হরি কুমার। ১৯৮২ সালের ডিসেম্বর মাসে জে স্কোয়াড্রন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্নাতক উত্তীর্ণ হন তিনি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হরি কুমারের যোগ্যতা অন্যদের তুলনায় অনেকটাই বেশি। মধ্যপ্রদেশের আর্মি কলেজ ছাড়াও হরিকুমার ব্রিটেনের রয়াল কলেজ অফ ডিফেন্স স্টাডিজ এবং আমেরিকার নেভাল কলেজ থেকেও পড়াশোনা করেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ মে সুনীল লাম্বার স্থলাভিষিক্ত হয়ে দেশের নৌ সেনাপ্রধান হয়েছিলেন অ্যাডমিরাল করমবীর সিং। করমবীরের নৌসেনা প্রধান নির্বাচিত হওয়া ছিল যথেষ্টই বিতর্কিত। তৎকালীন ভাইস অ্যাডমিরাল বিমল ভার্মা করমবীরের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ছিলেন। যদিও শেষ পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অ্যাডমিরাল ভার্মার ওই আবেদন খারিজ করে দিয়েছিলেন।