Indian Navy: দুর্ঘটনার কবলে দুই নৌসেনার আধিকারিক, প্যারাশুট ছিঁড়ে ঘটলো বিপত্তি

Parachute accident at Visakhapatnam during Indian Navy's programme.

মহড়া চলাকালীন দুর্ঘটনার কবলে পড়লেন দুই নৌসেনার আধিকারিক (Indian Navy)। বৃহস্পাতিবার বিশাখাপত্নমের (Vizag) মহড়া চলছিল নৌসেনার ইস্টার্ন কমান্ডের (Indian Navy Eastern Command)। নৌসেনার সূত্রের খবর মহড়া চলাকালীন আকস্মিক প্যারাশুট ছিঁড়ে গিয়েই ঘটে বিপত্তি।

Advertisements

বড় বিপদে ‘গডম্যান’, ২০ বছর আগে হত্যা মামলায় রাম রহিমকে নোটিশ সুপ্রিম কোর্টের

সমুদ্র থেকে প্রায় দুশো – তিনশো ফুট উপরে ঘুরপাক খেতে থাকে ওই সেনা কর্তারা। ওই সময় ঘটনাটি দূর থেকে দেখতে পায় নৌসেনার বিভিন্ন জাহাজগুলি। বিপদে পড়া ওই দুই সেনাকে উদ্ধার করতে তৎপর হয় ওঠে নৌসেনা। দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় বোট। নাভির ওই বোটটি পৌঁছানোর আগেই মাজ সমুদ্রে আছড়ে পরে ওই দুই সেনা কর্তারা। কিন্তু বোরো শোর দুর্ঘটনার আগেই তাদের ফিরিয়ে আনা হয়। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ার দেখার আশ্বাস দিয়েছে নৌসেনা।

শুধু খাবার নয়, এবার থেকে অ্যাম্বুল্যান্স পরিষেবাও চালু করল ব্লিঙ্কিট

Advertisements

গতকাল এই অনুষ্ঠান কে কেন্দ্র করে ভিড় জমেছিল বিশাখাপত্নমের সমুদ্রতটে। এই অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। গত ডিসেম্বরেও ওড়িশার পুরিতে নৌসেনার এই মহড়া অনুষ্ঠিত হয়। সেখানেও উল্লেখযোগ্য সাড়া মিলেছিল।

অজিত-শরদ একসঙ্গে, আবার কি কাকা-ভাইপো পুনর্মিলন? জল্পনা মহারাষ্ট্রে