HomeBharatJaved Akhtar: লাহোরে বসে পাকিস্তানকে আয়না দেখালেন জাভেদ, বললেন- ২৬/১১ হামলাকারীরা এখানে...

Javed Akhtar: লাহোরে বসে পাকিস্তানকে আয়না দেখালেন জাভেদ, বললেন- ২৬/১১ হামলাকারীরা এখানে ঘুরে বেড়াচ্ছে

- Advertisement -

ভারতীয় গীতিকার জাভেদ আখতার  (Javed Akhtar) লাহোরের ফয়েজ ফিল্ম ফেস্টিভ্যালে পাকিস্তানকে তার অত্যাচারের আয়না দেখিয়েছেন। জাভেদ আখতার বলেছেন যে মুম্বইয়ে ২৬/১১ হামলাকারীরা পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে।

বলিউডের বিখ্যাত গীতিকার ও সংলাপ লেখক জাভেদ আখতার তিন দিনব্যাপী ফয়েজ উৎসবে যোগ দিতে আজকাল পাকিস্তানের লাহোরে গেছেন। জাভেদ আখতারসহ বিশ্বের অনেক দেশের মানুষ এই শোতে অংশ নিচ্ছেন। তিন দিনব্যাপী এ কর্মসূচিতে নাচ, নাটক, আলোচনাসহ ৬০টির বেশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তিনি তার বই প্রকাশ করেন। উৎসবের শেষ দিনে এমন তিক্ত কথা বললেন, যা শুনে প্রত্যেক পাকিস্তানির চোখ লজ্জায় অবনত হয়ে গেল। একজন ভারতীয় হিসেবেও তার কথা শুনলে গর্বে বুক ফুলে উঠবে।

   

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular