বিপদমুক্ত ভারত; হাইব্রিড ইমিউনিটি তৈরি হয়েছে দেশবাসীর: AIMS প্রধান

আবারও একবার বিশ্বজুড়ে চোখ রাঙা আছে করোনা। চিনের অবস্থা কার্যত ভয়াবহ। সুনামির মত আছড়ে পড়েছে ওমিক্রণের উপপ্রজাতি বিএফ ৭ এর সংক্রমণ। চিনের মোট জনসংখ্যার প্রায়…

আবারও একবার বিশ্বজুড়ে চোখ রাঙা আছে করোনা। চিনের অবস্থা কার্যত ভয়াবহ। সুনামির মত আছড়ে পড়েছে ওমিক্রণের উপপ্রজাতি বিএফ ৭ এর সংক্রমণ। চিনের মোট জনসংখ্যার প্রায় পঞ্চমাংশ এখন সংক্রমিত। কিন্তু এখনো পর্যন্ত সুরক্ষিত রয়েছে ভারত। করার এই নতুন প্রজাতির হদিশ কয়েকজন লোকের শরীরে মিললেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন দিল্লির AIMS প্রধান রণদীপ গুলেরিয়া।

Advertisements

AIMS প্রধান রণদীপ গুলেরিয়ার মতে, ভারতের দেশবাসীদের মধ্যে এখন হাইব্রিড ইমিউনিটি বা মিশ্র প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে যা করোনার যে কোন প্রজাতির বিরুদ্ধে রোগ প্রতিরোধে সক্ষম। তিনি আরো বলেন, গোটা ভারতব্যাপী যে হারে টিকাকরণ হয়েছে তার ফলেই এই হাইব্রিড ইমিউনিটি তৈরি হয়েছে দেশবাসীর শরীরে। মানুষের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাও এন্টিবায়োটিক তৈরির কারণে বেড়ে গিয়েছে।

   

ডক্টর গুলেরিয়ার দাবি, ভারতের ওমিক্রণের প্রায় আড়াইশো রকম উপপ্রজাতি ছড়িয়েছে। এমনকি চলতি বছরের জুলাই মাসে প্রথম এ দেশে বিএফ ৭ এর হদিশ মিলেছিল। হদিস মিললো এই উপপ্রজাতি সংক্রমণ ছড়াতে সক্ষম হয়নি না হলে এতদিনে ভারত আবারও একটা করোনা ঢেউ আছড়ে পড়ত। সুতরাং চিন্তার কোন কারণ নেই ভারতের। তবে এই পরিস্থিতিতে একদমই গা ছাড়া মনোভাব না রাখা নিদান দিয়েছেন তিনি। পুঙ্খানুপুঙ্খভাবে করোনা বিধি মেনে চলার উপদেশ দিয়েছেন তিনি।