জ্বলছে বাংলাদেশ, হঠাৎ সকাল ১০ সর্বদলীয় বৈঠক ডাকল মোদী সরকার

বাংলাদেশ (Bangladesh) ইস্যুতে সকাল সকাল বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, বাংলাদেশ ইস্যুতে আজ মঙ্গলবার সকাল ১০টায় সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। Advertisements এদিন বিদেশমন্ত্রী…

বাংলাদেশ (Bangladesh) ইস্যুতে সকাল সকাল বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, বাংলাদেশ ইস্যুতে আজ মঙ্গলবার সকাল ১০টায় সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার।

Advertisements

এদিন বিদেশমন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর বৈঠকটির সভাপতিত্ব করবেন। যাইহোক, যত সময় এগোচ্ছে বাংলাদেশের পরিস্থিতি ততই অশান্ত হয়ে উঠছে। ইতিমধ্যে প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। সেইসঙ্গে আরও অনেক উচ্চপদস্থ কর্তাও প্রাণভয়ে অন্যান্য দেশে চলে গিয়েছেন। এদিকে বাংলাদেশের গণভবন এখন সাধারণ মানুষের কবলে।

বিজ্ঞাপন

হিংসার আগুনে পুড়ছে বাংলাদেশ। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকারি সম্পত্তিতে আগুন ধরিয়ে দিয়েছে। এদিকে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা। চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ক্ষমতাসীন দলের সমর্থকদের সংঘর্ষে ১৯ পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

পরিস্থিতি এতটাই খারাপ যে গোটা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে এবং ইন্টারনেট নিষিদ্ধ করা হয়েছে। এখন সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলাদেশকে দেওয়া আর্থিক সহায়তার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘২০২৩ অর্থবছরে আর্থিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক উন্নয়ন ও স্বাস্থ্য সহায়তায় ২১২ মিলিয়ন ডলারের বেশি দিয়েছে।’ তিনি বলেন, ‘আমরা দেখতে চাই যে তারা সহায়তা প্রদান অব্যাহত রাখবে, কারণ তারা বাংলাদেশের জনগণের সাথে আমাদের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় প্রায় ২ বিলিয়ন ডলার মানবিক সহায়তা দিয়েছি।