Indian Flag: পাক-অধিকৃত কাশ্মীরে তেরঙ্গা পতাকা উড়ার ছবি ভাইরাল

বিক্ষোভের মাঝে উড়ছে তেরঙ্গা (Indian Flag)। ভারতের জাতীয় পতাকা। এই ভাইরাল ছবি ঘিরেই জোর চর্চা। বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মাটিতে ভারতের…

Indian Flag Hoisted in Rawalakot, PoK

বিক্ষোভের মাঝে উড়ছে তেরঙ্গা (Indian Flag)। ভারতের জাতীয় পতাকা। এই ভাইরাল ছবি ঘিরেই জোর চর্চা। বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মাটিতে ভারতের জাতীয় পতাকা উড়ছে। লোকসভা ভোটের বাজারে ফের হট কেক কাশ্মীর।

সোশাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, বিক্ষোভের ছবি পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের। পুঞ্চের এই শহরে শুক্রবার পাক প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চলছিল। সেই সময়েই ভারতের পতাকা উড়তে দেখা যায়।

   

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রাওয়ালকোটে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। প্রশাসনের দাবি, এই বিক্ষোভ এবং তেরাঙ্গা ওড়ানোর পিছনে ভারতের হাত রয়েছে। এ দেশের গুপ্তচর সংস্থা র-এর মদতেই অধিকৃত কাশ্মীরে ভারতের জাতীয় পতাকা উঠেছে।

এ বিষয়ে ভারত সরকারের কোনও মন্তব্য সামনে আসেনি। ভোটের বাজারে বারবার উঠে এসেছে অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গ। বাংলায় এসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেন, ‘অধিকৃত কাশ্মীর ভারতের অঙ্গ হবে।’ এর জন্য দিল্লিকে কোনও বল প্রয়োগ করতে হবে না বলেও দাবি করেন তিনি। এ নিয়ে পালটা সুর চড়ান জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। বলেন, ‘পাকিস্তান হাতে চুড়ি পরে বসে নেই।’ তিনি দাবি করেন যে অধিকৃত কাশ্মীর দখল করতে গেলে ভারতকে পালটা প্রত্যাঘাতের মুখোমুখি হতে হবে।

এভাবেই লোকসভা ভোটের ভারতে পারদ চড়ছিল কাশ্মীর নিয়ে। এরই মাঝে ভাইরাল ভারতের জাতীয় পতাকার ছবি। সেটাও নাকি আবার পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে। সেই ছবির সত্যতা যাচাই করেনি Kolkata24x7।