বিশ্বকাপজয়ী রোহিত-বিরাটদের দেখতে মুম্বইয়ে জনজোয়ার

মেরিন ড্রাইভে নেমে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। সবাই একবার বিশ্বকাপজয়ী (T20 World Cup) ভারতীয় ক্রিকেট তারকাদের দেখতে চায়। চাক্ষুষ করতে চায় সেই ট্রফি, যা সুদূর…

মেরিন ড্রাইভে নেমে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। সবাই একবার বিশ্বকাপজয়ী (T20 World Cup) ভারতীয় ক্রিকেট তারকাদের দেখতে চায়। চাক্ষুষ করতে চায় সেই ট্রফি, যা সুদূর বার্বাডোজ থেকে জিতে (T20 World Cup) দেশে নিয়ে এসেছেন রোহিতরা। এদিন সকালেই দেশে ফেরেন টি-টোয়েন্টি কাপজয়ী বিরাট-হার্দিকরা। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপচারিতে সেরে সোজা মুম্বই।

নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে পর্যন্ত এক কিলোমিটার রাস্তাজুড়ে বিজয় কুচকাওয়াজের ব্যবস্থা করেছে বিসিসিআই। নরিম্য়ান পয়েন্টের থেকে হুডখোলা বাসে ওয়াংখেড়ে যাবেন ভারতীয় ক্রিকেটারেরা। এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হবে বিজয়ী দলকে। ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়াম। তিল ধারণের জায়গা নেই সেখানে। 

   

এদিন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা আইটিসি মৌর্য হোটেলে পৌঁছন। তারপর সেখান থেকে দু’টি বাসে চেপে ৭ নম্বর লোককল্যাণ মার্গে (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন) যান তাঁরা। অধিনায়ক রোহিত এবং কোচ দ্রাবিড় টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি তুলে দেন মোদীর হাতে।

মোদীর সঙ্গে সাক্ষাতে পরতে পরতে চমকালেন রোহিত-বিরাটরা!

রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ড্যর পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড় এবং বিসিসিআই সচিব জয় শাহও মোদীর সঙ্গে আলাপচারিতা সারেন। ভারতীয় দলকে প্রাতঃরাশের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রাতঃরাশের পাশাপাশি ট্রফি হাতে বিশ্বজয়ীদের সঙ্গে ছবি তোলেন মোদী। এরপর রোহিতরা মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে খেলোয়াড়দের সাক্ষাতের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মোদী সকলের সঙ্গে কথা বলছেন। সূত্রের খবর, ফাইনাল ম্যাচের শেষ ওভারে খেলোয়াড়দের অভিজ্ঞতা কেমন ছিল, তা এদিন জানতে চান প্রধানমন্ত্রী। মোদী ক্রিকেটারদের জানিয়েছেন, তিনি তাঁদের সব রকমের শট জানেন।

জমে গেল খেলা! NDA-র ঘুম উড়িয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে INDIA-র হেমন্ত