ওয়েনাডে বাড়ছে মৃতের সংখ্যা, এবার উদ্ধার কাজে লাগানো হবে বিশেষ প্রযুক্তির রাডার

ধসে বিধ্বস্ত কেরালার ওয়েনাড (Wayanad Landslide)। লাগাতার বৃষ্টি ধসেই বিপর্যস্ত সেখানকার জনজীবন। বিপর্যয়ে ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪০। মঙ্গলবার ভোর রাতে বিপর্যয়ের পর থেকে…

Wayanad Landslide new rescue radar

ধসে বিধ্বস্ত কেরালার ওয়েনাড (Wayanad Landslide)। লাগাতার বৃষ্টি ধসেই বিপর্যস্ত সেখানকার জনজীবন। বিপর্যয়ে ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪০। মঙ্গলবার ভোর রাতে বিপর্যয়ের পর থেকে গোটা এলাকাতেই এখন আতঙ্কের ছাপ স্পষ্ট। অসংখ্য মানুষ ইতিমধ্যেই ঘরছাড়া। জল, খাবারের অভাব প্রতিদিন বেড়েই চলেছে।

ভোরে ঘন্টা দু’য়েকের ভারী বৃষ্টির পরও অচেনা কলকাতা, জল জমেনি ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিটে

   

সেই সঙ্গে প্রবল বর্ষণে নদীর জল ছাপিয়ে গিয়েছে দুকূল। ফলে প্রবল ভাবে বাধার সন্মূখীন হতে হচ্ছে উদ্ধারকারী দলগুলিকে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে সেনাবাহিনী (Indian Army)। বিভিন্ন জায়গায় সেতু বানিয়েই একাধিক গ্রামে উদ্ধারকাজ চালাতে হচ্ছে বাহিনীকে।

আজও ঝমঝমিয়ে বৃষ্টি, রয়েছে ধসের আশঙ্কা, জারি কমলা সতর্কতা

কিন্তু পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল হওয়ায় তা আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ বহু মানুষ। যাদের খোঁজ পেতে এবার নতুন প্রযুক্তির রাডার কাজে লাগাতে চলেছে সেনাবাহিনী। কাদা-মাটির স্তূপের নীচে এখনও কেউ চাপা পড়ে রয়েছেন কি না, তা খুঁজে বের করতে বিশেষ প্রযুক্তির র‌্যাডার ব্যবহার করা হবে।

বাড়ল পেট্রোলের দাম, কলকাতায় জ্বালানির রেট কত?

শনিবার সকালে আকাশপথে ওয়েনাড়ের ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বায়ু সেনার কর্তারা। এছাড়া সেনাবাহিনীর উদ্ধারকারী দলে থাকা, আলাদা আলাদা উদ্ধারকারী দল গঠন করে একাধিক ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, বিশেষ প্রযুক্তির ওই রাডারের মাধ্যমে প্রত্যন্ত এলাকাগুলিতে আটকে থাকা মানুষদের উদ্ধার করা হবে। তারজন্য ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছে সেনা। নতুন প্রযুক্তিতে উদ্ধারকাজে আরও গতি আসবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।