Indian Army: বরফ ঢাকা দুর্গম প্রান্তে করোনা প্রতিষেধক পাঠাচ্ছেন ভারতীয় সেনা

দেশের প্রত্যেকের জন্য করোনা প্রতিষেধক। এই লক্ষ্যে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছিল ভারতে। কাজ এখনও বাকি রয়েছে। দুর্গম প্রান্তে পৌঁছানো হচ্ছে করোনা প্রতিষেধক। নেপথ্যে ভারতীয় সেনা (Indian Army)। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছে একটি ভিডিও। জম্মু কাশ্মীরের বরফ ঢাকা দুর্গম প্রান্তে ভ্যাকসিন পাঠাচ্ছেন জওয়ানরা। ড্রোনের সাহায্যে। আকাশ পথে গ্রামবাসীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে টিকা। ভালো করে প্যাকেজিং করা হয়েছে, যাতে মাটিতে পড়ার পর টিকার শিশি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। জানা গিয়েছে, প্যাকেজের মধ্যে পাঠানো হয়েছে বুস্টার ডোজ। 

   

শনিবার জাতীয় পরিবার এবং কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারতে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৯৭। সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৪৪ হাজার ৬৪৬ জন। এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৪৬ জনের। 

জানা গিয়েছে, ভারতে এখনও পর্যন্ত টিকাকরণের আওতায় এসেছেন ১৭৫.৩৩ কোটির বেশি। ষাট বছরের বেশি বা অগ্রিম সতর্কতার কারণে ১.৮৯ কোটি ডোজের ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১.৮৯ কোটি ডোজ বিশেষভাবে বরাদ্দ করা হয়েছে ষাটোর্ধ্ব, কোভিড যোদ্ধাদের জন্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন