শ্রীনগর: জম্মু-কাশ্মীরের কিশতোয়ারের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াইয়ে ভারতীয় সেনার সাত জওয়ান আহত হয়েছেন। মঙ্গলবার কিশতোয়ারের চাতরু এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের নির্মূল করতে সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ অভিযান শুরু করলে এই গুলির লড়াই শুরু হয়। সেনার হোয়াইট নাইট কর্পস এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ত্রাসি-১’। আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে তাঁরা চিকিৎসাধীন।
তল্লাশি অভিযান চলছিল
সেনা সূত্রে খবর, কিশতোয়ারের চাতরু এলাকার উত্তর-পূর্বে সোরনার নামক স্থানে জঙ্গিদের গতিবিধি লক্ষ করে তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। সেই সময় অতর্কিতে জওয়ানদের লক্ষ্য করে গুলিবর্ষণ ও গ্রেনেড ছুড়তে শুরু করে জঙ্গিরা। ধারণা করা হচ্ছে, সেখানে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের (JeM) অন্তত দুই থেকে তিন জন বিদেশি জঙ্গি আত্মগোপন করে আছে। জওয়ানরা পাল্টা জবাব দিলে দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই ঘটনাস্থলে সেনাবাহিনী, সিআরপিএফ (CRPF) এবং পুলিশের অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। পুরো এলাকাটি কর্ডন করে রাখা হয়েছে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে। পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা জঙ্গিদের সঠিক অবস্থান শনাক্ত করতে ড্রোন এবং আধুনিক নজরদারি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। এমনকি দুর্গম জঙ্গলে তল্লাশির জন্য স্নিফার ডগও মোতায়েন করা হয়েছে।
জঙ্গি তৎপরতা বৃদ্ধি Indian Army operation in Kishtwar
সাম্প্রতিক সময়ে জম্মু অঞ্চলে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। গত ডিসেম্বর থেকে এই অঞ্চলের বনভূমি এলাকায় প্রায় তিন ডজন লুকিয়ে থাকা জঙ্গিকে খুঁজে বের করতে বড় ধরনের চিরুনি অভিযান চালাচ্ছে ভারত। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য রয়েছে যে, আসন্ন সাধারণতন্ত্র দিবসকে সামনে রেখে পাকিস্তানভিত্তিক হ্যান্ডলাররা নতুন করে অনুপ্রবেশের মরিয়া চেষ্টা চালাচ্ছে। শান্তি বিঘ্নিত করার এই ছক রুখতে বর্তমানে জম্মুর পাহাড়ি বনাঞ্চলগুলোতে সেনা তৎপরতা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
Bharat: Seven Indian Army soldiers were injured during a fierce encounter with terrorists in Kishtwar’s Chatroo area of Jammu and Kashmir. Operation Trashi-1 is underway as security forces tighten the cordon using drones and reinforcements.
