Indian Army: শত্রুদের যোগ্য জবাব দিতে বিশেষ বন্দুক ব্যবহার করতে পারে সেনা

যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রাখছে ভারতীয় সেনা (Indian Army)। উঁচু পাহাড়ি এলাকায় শত্রুদের বিরুদ্ধে যোগ্য জবাব দিতে নতুন এক হাতিয়ার আসতে পারে ভারতীয় সেনার অস্ত্র ভাণ্ডারে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে খবর, 105mm/37 ক্যালিবারের বিশেষ বন্দুক ব্যবহার করতে পারে সেনা।

Advertisements

105mm/37 ক্যালিবারের বিশেষ এই বন্দুক মূলত পার্বত্য এলাকার কথা মাথায় রেখে প্রস্তুত করা হয়েছে। যেখানে উচ্চতা বেশি সেই সব এলাকায় অপরিহার্য হতে পারে উন্নত বন্দুকটি।

বর্তমানে পাহাড়ি এলাকায় ভারতীয় সেনা যে বন্দুক ব্যবহার করে সেটা শক্তিশালী হলেও ব্যবহার করার ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করতে পারে। বিশেষত গুরুতর কোনো পরিস্থিতিতে। এখনকার বন্দুক গুলো ওজনে ভারী এবং আকারেও বড়। ফলত এক জায়গা থেকে অন্য জায়গায় নিজে যাওয়া কঠিন।

Advertisements

সম্প্রতি এক আরটিআই এর উত্তরে এই তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি সেনার বিভিন্ন বিভাগে নতুন নতুন অস্ত্র মজুত করতে শুরু করেছে ভারত। ভারতীয় বায়ু সেনা প্রধান বলেছেন, সেনাকে সর্বদা প্রস্তুত রাখা প্রয়োজন।