স্ত্রী-নির্যাতনের অভিযোগ, অবশেষে বেকসুক খালাস ‘অপারেশন সিঁদুর’-এ অংশ নেওয়া সেনা অফিসার

মুম্বই: এক দশক ধরে চলা আইনি লড়াইয়ের অবসান ঘটল অবশেষে। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর সেনার বিশেষ অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ অংশ নেওয়া এক সেনা মেজর দীর্ঘদিন ধরেই…

Indian Army Major acquitted

মুম্বই: এক দশক ধরে চলা আইনি লড়াইয়ের অবসান ঘটল অবশেষে। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর সেনার বিশেষ অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ অংশ নেওয়া এক সেনা মেজর দীর্ঘদিন ধরেই আইনি মামলায় জড়িয়েছিলেন৷ অবশেষে মুম্বইয়ের এসপ্লানেড ম্যাজিস্ট্রেট কোর্টে স্ত্রী-নির্যাতনের সমস্ত অভিযোগ থেকে মুক্তি পেলেন তিনি। আদালত তাঁর বাবা-মাকেও নির্দোষ ঘোষণা করেছে।

২০১২ সালে বিয়ে

হিমাচল প্রদেশের ওই সেনা অফিসারের বিয়ে হয়েছিল ২০১২ সালে দিল্লিতে। কিছুদিন পর মুম্বই পোস্টিং হলে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এর পরেই স্ত্রী অভিযোগ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন৷ ১৫ লক্ষ টাকা দাবি করে স্বামী তাঁকে হয়রান করছিলেন। আরও দাবি, তাঁর গয়না রাখা যৌথ লকার বন্ধ করে দেওয়া হয়েছিল। শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁকে গর্ভাবস্থায় যথেষ্ট খাবার বা চিকিৎসা দেওয়া হয়নি, উল্টে গৃহকর্মে বাধ্য করা হয়েছিল। এমনকি শ্বশুরকে দেওয়া সোনার আংটিও ফেরত পাঠানো হয়েছিল বলে অভিযোগ।

   

ভরণ পোষণও বাতিল Indian Army Major acquitted

কিন্তু শুনানিতে আইনজীবী অ্যাডভোকেট সুনীল পাণ্ডে জানান, অভিযোগ দায়ের করলেও স্ত্রী পরে আর আদালতে হাজির হননি। তাঁর বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাণ্ডে জানান, মেজর দিল্লিতে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন এবং গত বছর আদালত সেই ডিক্রি মঞ্জুর করে। এর পাশাপাশি ওই মহিলা ভরণপোষণ বাবদ গত এক দশকে প্রায় ৪০ লক্ষ টাকা পেয়েছেন। সামরিক আদালতে বিবাহবিচ্ছেদের ডিক্রি পেশ করার পর ভরণপোষণের নির্দেশও প্রত্যাহার করা হয়।

সব দিক বিচার করে আদালত রায় দেয়, অভিযোগ অপ্রমাণিত। বরং প্রতিরক্ষার পক্ষ জমা দেওয়া কিছু ছবিতে স্পষ্ট হয়েছে, মেজর নিজেও নির্যাতনের শিকার হয়েছেন।

Advertisements

দীর্ঘ দশ বছরের টালমাটাল লড়াইয়ের পর আদালতের এই রায় শুধু অভিযুক্ত সেনা অফিসারকেই নয়, তাঁর পরিবারকেও বড় স্বস্তি দিল।

Bharat: An Indian Army Major, who participated in ‘Operation Sindoor’, was acquitted by a Mumbai court in a decade-long domestic violence case. The court dismissed all charges against him and his parents, citing a lack of evidence and the wife’s failure to appear.