নয়াদিল্লি: শুক্রবার রাতে জম্মুর অখনূর সেক্টরের কাছে লাইন অব কন্ট্রোল (LoC)-এ জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয়েছিলেন এক ভারতীয় সেনা জুনিয়র কমিশন্ড অফিসার (JCO)। শনিবার সকালে তিনি শহিদ হন বলে সেনা সূত্রে খবর।
অনুপ্রবেশ রুখে দিল সেনা Indian Army foils infiltration attempt
সূত্রের খবর, জম্মুর কেরি বাটাল এলাকায় সীমান্তে টহলরত ভারতীয় সেনাবাহিনী কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। শুরু হয় গুলির লড়াই। এতে একজন জেসিও আহত হন এবং তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা হয়নি।
সেনা নিশ্চিত করেছে, অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে ব্যর্থ করা হয়েছে। গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চলছে যাতে কোনও জঙ্গি গা ঢাকা দিয়ে না থাকতে পারে। সেখানে বাড়তি সেনা মোতায়েনও করা হয়েছে।
সীমান্তে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন, পুঞ্চে পাকিস্তানি গোলাগুলি Indian Army foils infiltration attempt
অখনূরের এই ঘটনার কিছুক্ষণ পরেই, এপ্রিল ১১-এর রাত সাড়ে ১১টা নাগাদ, পাকিস্তানি সেনা পুঞ্চ জেলার হাথি পোস্টে সন্ধি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি শুরু করে। ভারতের সেনাও পাল্টা জবাব দেয়, এবং এই গুলির লড়াই চলে রাত ১২:৩০ পর্যন্ত। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
কিশতওয়ারে সেনার সাফল্য, খারাপ আবহাওয়ার মধ্যেও অভিযান অব্যাহত Indian Army foils infiltration attempt
এদিকে জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় জঙ্গি দমন অভিযানের চতুর্থ দিনে আরও দুই জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। এর আগে শুক্রবার সেনা অভিযান চালিয়ে তিন জঙ্গিকে নিকেশ করেছিল।
খারাপ আবহাওয়া এবং তুষারাবৃত দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালাতে হয় বিশেষ বাহিনীকে। সেনা সূত্রের খবর, এখনও কয়েকজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে, যাদের ধরতে তল্লাশি অভিযান জারি রয়েছে।
গত ১৯ দিনে ৫টি এনকাউন্টার, শহিদ ৪ পুলিশকর্মী Indian Army foils infiltration attempt
গত ১৯ দিনের মধ্যে জম্মু অঞ্চলের কাঠুয়া, উধমপুর ও কিশতওয়ার-এর পাহাড়ি এলাকায় মোট পাঁচটি এনকাউন্টার হয়েছে। এর মধ্যে ৩ জন জঙ্গিকে মারা হয়েছে। শহিদ হয়েছেন ৪ জন পুলিশকর্মী এবং আহত হয়েছেন আরও তিনজন পুলিশ ও এক তরুণী।
ফের লঙ্ঘন পুঞ্চ সেক্টরে, পাল্টা জবাবে শহিদ পাকিস্তানি সেনা Indian Army foils infiltration attempt
এই মাসের শুরুতে ১ এপ্রিল, পুঞ্চের সীমান্তে মাইন বিস্ফোরণের পর ফের সংঘর্ষবিরতির লঙ্ঘন করে পাকিস্তান। ওই সময় পাকিস্তান সেনা অনুপ্রবেশকারীদের ঢোকাতে কভার ফায়ারের ব্যবস্থা করেছিল। তবে ভারতের সেনা জবাবী হামলায় চার থেকে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয় বলে সূত্রের খবর।
সীমান্তে ক্রমবর্ধমান সন্ত্রাস ও অনুপ্রবেশের বিরুদ্ধে ভারতীয় সেনা তাদের তৎপরতা ও সাহসিকতার নজির রাখছে। কেরি বাটালে অনুপ্রবেশ রুখে শহিদ হলেন এক সাহসী জেসিও। কিশতওয়ারে চলছে কৌশলী অভিযান, আর পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনের যোগ্য জবাবও দিচ্ছে ভারত। রাজ্যে সাময়িক উত্তেজনা থাকলেও পরিস্থিতি সেনার নিয়ন্ত্রণে।
Bharat: Jammu LoC encounter: Indian Army foils infiltration attempt near Akhnoor sector. A JCO was injured in the gunfight and later succumbed. Security forces intensify search operations to ensure no militant escapes. Stay updated on defense and security news.