সীমান্তে সেনার দীপাবলি: আলোয় ভরা উৎসবের মাঝেও দায়িত্বের অঙ্গীকার

সীমান্তে প্রহরায় থাকা সেনারা (Indian Army) দীপাবলির আনন্দ থেকে বঞ্চিত হন না।  লাইন অফ কন্ট্রোল (LoC)-এর দুর্গম পোস্টে দেশের নিরাপত্তায় ব্যস্ত থেকেও তাঁরা নিজেদের মতো করে পালন করেন আলো-উৎসব। ছোট ছোট মাটির প্রদীপ জ্বালিয়ে, দেশাত্মবোধক গান গেয়ে আর সহকর্মীদের সঙ্গে সামান্য মিষ্টি ভাগ করে নিয়ে তাঁরা তৈরি করেন এক অনন্য আবহ। এই দীপাবলি শুধু উৎসব নয়, বরং প্রতিটি জওয়ানের অটল অঙ্গীকার—যে কোনও পরিস্থিতিতে দেশের সুরক্ষা।

   

সীমান্তের প্রদীপে নতুন বার্তা

দুর্গম পাহাড়ি অঞ্চলের কনকনে ঠান্ডার মাঝেও প্রদীপের ছোট ছোট আলোয় ভরে ওঠে বাঙ্কার। প্রতিটি প্রদীপ যেন প্রতীক—আলো দিয়ে অন্ধকারকে সরিয়ে দেওয়া। একজন জওয়ান আবেগভরা কণ্ঠে জানান, “আমরা পরিবারের থেকে দূরে থাকলেও দেশের কোটি মানুষের হাসিই আমাদের আনন্দ। এই প্রদীপ জ্বালানো মানে উৎসব নয়, এটা দেশের প্রতি প্রতিশ্রুতি।”

দেশবাসীর ভালোবাসা সেনাদের প্রেরণা

দেশের নানা প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা, চিঠি ও মিষ্টি পৌঁছেছে সেনাদের হাতে। এই ছোট্ট উদ্যোগই তাঁদের মনে জোগায় নতুন শক্তি। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অফিসাররাও সীমান্তে উপস্থিত থেকে জওয়ানদের সঙ্গে উৎসব পালন করেন। এতে মনোবল আরও বাড়ে।

সীমান্তেও দীপাবলির আলো

সীমান্তে দীপাবলির এই দৃশ্য এক বিশেষ বার্তা দেয়—আমাদের নিরাপত্তার জন্য যাঁরা সর্বদা প্রহরায়, তাঁদের আত্মত্যাগই আমাদের আসল আলো। আমাদের ঘরে-ঘরে যে দীপাবলির প্রদীপ জ্বলে, তার পেছনে রয়েছে তাঁদের অক্লান্ত ত্যাগ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন