শীঘ্রই মিটতে পারে ভারত-আমেরিকার শুল্ক-সংঘাত! দাবি ইজরায়েল অর্থমন্ত্রীর

নয়াদিল্লি: আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা করছে ভারত এবং ইজরায়েল। শুধু তাই নয়, খুব তাড়াতাড়ি নাকি শুল্ক সমস্যার সমাধানও হয়ে যাবে। সোমবার এমনটাই দাবি করলেন…

শীঘ্রই মিটতে পারে ভারত-আমেরিকার শুল্ক-সংঘাত! দাবি ইজরায়েল অর্থমন্ত্রীর

নয়াদিল্লি: আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা করছে ভারত এবং ইজরায়েল। শুধু তাই নয়, খুব তাড়াতাড়ি নাকি শুল্ক সমস্যার সমাধানও হয়ে যাবে। সোমবার এমনটাই দাবি করলেন ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোরিক। সংবাদসংস্থাকে তিনি এদিন বলেন, “দু-পক্ষের টানাপড়েনের বিষয়টি ঠিক আছে। তবে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বে তার কোনও প্রভাব পড়বে না”।

তিনি আরও বলেন, “ভারতের সঙ্গে ইজরায়েল এবং আমেরিকা দুই দেশেরই অতি প্রাচীন সম্পর্ক। সেক্ষেত্রে বাণিজ্যের বিষয়ে দুই দেশের মতপার্থক্য, চাপানউতোর থাকাটা অস্বাভাবিক নয়। তবে এই তিন দেশের রাষ্ট্রনায়কদের এক অপরের প্রতি সম্মান এবং বন্ধুত্বও খুব মজবুত”। ভারতের সঙ্গে একাধিক বিষয়ে ইজরায়েলের ‘মিল’ তুলে ধরেন অর্থমন্ত্রী স্মোরিক।

   

তিনি বলেন, “আমাদের এক মূল্যবোধ, একই বন্ধু, একই শত্রু এবং একই অর্থনৈতিক স্বার্থ”। বলা বাহুল্য, সম্প্রতি রাশিয়ার উপর দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা আরপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে, ট্রাম্প বলেন যে তিনি চিনের পর রাশিয়ার তেলের বৃহত্তম ক্রেতা ভারতের উপর দ্বিতীয় নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

Advertisements

সেইসঙ্গে ইঙ্গিত দেন যে তিনি এখনও দ্বিতীয় বা তৃতীয় পর্যায় বাস্তবায়ন করেননি। বেস্যান্ট এবং বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো সহ ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা বলেছেন যে ভারতের রাশিয়ান তেল ক্রয় ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার জন্য আর্থিক জোগান দিচ্ছে।