চিনকে চাপে রাখতে আমেরিকার সঙ্গে ৪৩৫৮৩২৫৪০০ টাকার চুক্তি করল ভারত

চিনের চাপ বাড়িয়ে এবার ভারত এবং আমেরিকার (India-US) মধ্যে বিরাট বড় প্রতিরক্ষা চুক্তি হয়ে গেল। এমনিতে ভারত মহাসাগর থেকে শুরু করে গোটা বিশ্বেই নিজেদের আধিপত্য…

চিনের চাপ বাড়িয়ে এবার ভারত এবং আমেরিকার (India-US) মধ্যে বিরাট বড় প্রতিরক্ষা চুক্তি হয়ে গেল। এমনিতে ভারত মহাসাগর থেকে শুরু করে গোটা বিশ্বেই নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় চিন। এক কথায় সব জায়গায় মাথা গলানো স্বভাব রয়েছে চিনের। কিন্তু এবার ভারত ও পাকিস্তান এমন এক চুক্তি করল যা চিনের রাতের ঘুম উড়িয়ে দিতে যথেষ্ট।

আসলে ভারত ও আমেরিকার মধ্যে বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি হয়েছে। অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার সোনোবোস নামে পরিচিত অ্যান্টি-সাবমেরিন অস্ত্র মার্কিন ভারতের কাছে বিক্রি করতে সম্মত হয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। বিরাট এই চুক্তির আওতায় অ্যান্টি-সাবমেরিন অস্ত্র, তার সরঞ্জাম এবং অন্যান্য আনুষঙ্গিক পরিষেবা ভারতের কাছে বিক্রি করা হবে। এর জন্য খরচ হবে প্রায় ৫২.৬ মিলিয়ন ডলার। বর্তমানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আমেরিকা সফরে রয়েছেন।

   

রাজনাথ সিং আপাতত ৪ দিনের মার্কিন সফরে রয়েছেন, তারই মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি হয়ে গেল। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই চুক্তি পেতে দীর্ঘদিন ধরে আমেরিকার সঙ্গে আলোচনা চালাচ্ছিল। মার্কিন প্রতিরক্ষা দফতরের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি এক বিবৃতি জারি করে জানিয়েছে, সাবমেরিন বিধ্বংসী যুদ্ধবিমান সোনোবিওস ইন্ডিয়া বিক্রির জন্য সম্ভাব্য বিদেশি সামরিক ক্রয়ের অনুমোদন দিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রী। খরচ হবে ৫২.৮ মিলিয়ন ডলার মতো। ভারতীয় মুদ্রায় এই টাকার পরিমাণ ৪৩৫৮৩২৫৪০০ টাকা।  

উল্লেখ্য, কেন্দ্রের মোদী সরকার আমেরিকার কাছ থেকে AN/SSQ-53G হাই অল্টিটিউড অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার (এইচএএএসডব্লিউ) সোনোবাস, AN/SSQ- 62F HAASW সোনোবাস, AN/SSQ-36 সোনোবাস, টেকনিক্যাল অ্যান্ড পাবলিকেশনস অ্যান্ড ডেটা ডকুমেন্টেশন, কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল সাপোর্ট, লজিস্টিকস, সার্ভিস অ্যান্ড সাপোর্ট কেনার জন্য অনুরোধ করেছিল। এই পুরো চুক্তির খরচ ৫২.৮ মিলিয়ন ডলার।

এত বড় অঙ্কের চুক্তির বিষয়ে আন্তর্জাতিক মহল মনে করছে, এর জেরে ভারত ও আমেরিকার মধ্যেকার সম্পর্ক আরও মজবুত হবে। এর পাশাপাশি চাপ বাড়বে চিনের।