Sunday, December 7, 2025
HomeBharatIndia Today: নূপুর শর্মার ভক্ত 'কানহাইয়ালালকে খুনে জড়িতরা বিজেপির সংখ্যালঘু সেল ঘনিষ্ঠ'

India Today: নূপুর শর্মার ভক্ত ‘কানহাইয়ালালকে খুনে জড়িতরা বিজেপির সংখ্যালঘু সেল ঘনিষ্ঠ’

- Advertisement -

উদয়পুরে কুপিয়ে খুন হওয়া কানহাইয়ালাল ছিলেন ‘হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মার ভক্ত’। হজরত মহম্মদকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যের পর তাঁর ছেলে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করে। এর পরেই গত ২৮ জুন কানহাইয়ালালকে তার দোকানে ঢুকে মহম্মদ রিয়াজ আত্তারি ও গাউস মহম্মদ ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে। দুই খুনি বিজেপির সংখ্যালঘু সেলের সঙ্গে যুক্ত, দাবি করেছে India Today ও আজতক।

কেন এই খুন সেটা দুই খুনি ভিডিওতে ইঙ্গিত দিয়েছিল। সশস্ত্র অবস্থায় তাদের ভিডিও ও খুন করার ছবি দেখে শিহরিত হয় গোটা দেশ।

   

ঘটনার তদন্তে নেমেছে এনআইএ। কারণ, দুই খুনি ওই ভিডিওতে প্রধানমন্ত্রীকে হুমকি দেয়। এদিকে India Today ও আজতক সংবাদ মাধ্যমের অন্তর্তদন্তমূলক প্রতিবেদনে উঠে এসেছে, হামলাকারীরা রাজস্থান বিজেপির সংখ্যালঘু সেলের ঘনিষ্ঠ। এলাকাবাসীর দাবি, দিনের পর দিন রিয়াজকে বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত।

ইন্ডিয়া টুডে ও আজতকের দাবি, ভীত এলাকাবাসী গোপনে জানিয়েছেন, রিয়াজ ও গাউস মহম্মদ বিজেপির সংখ্যালঘু সেলের রাজনৈতিক সমাবেশ ও আলোচনায় অংশ নিত।

ইন্ডিয়া টুডে ও আজতকের এই অন্তর্তদন্তমূলক প্রতিবেদনে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা চলছে কংগ্রেস শাসিত রাজস্থানে। রিপোর্টে আরও দাবি করা হয়, রিয়াজের একটি ছবি আছে যেখানে সে বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছে।

হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা একটি টিভি চ্যানেলে ইসলামের ধর্মগুরু হজরত মহম্মদের বিবাহ সংক্রান্ত মন্তব্য করেন। তাঁর মন্তব্য যে সঠিক এই দাবি করেন নূপুর। তিনি বলেন, কোনও ইসলাম বিশেষজ্ঞকে দিয়ে পরীক্ষা করানো হোক।

নূপুরের মন্তব্য ফ্যাক্ট চেকিং সংবাদমাধ্যম অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইর টুইট করায় বিতর্ক তীব্র আকার নেয়। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভের নামে তীব্র অশাম্তি ছড়ানো হয়। তবে নূপুরের অভিযোগ, তাঁর পুরো মন্তব্য না দেখিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে জুবেইর। আপাতত জুবেইরকে গ্রেফতার করা হয়েছে।

আরও অভিযোগ, নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও তিনি অধরা। তবে সুপ্রিম কোর্ট নূপুরকে তাঁর মন্তব্যের জন্য দেশবাসীরা কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে।

এবার নূপুরের ভক্ত বলে রাজস্থানের কানহাইয়ালাল খুনে দুই যুবক রিয়াজ ও গাউস মহম্মদের সঙ্গে বিজেপির রাজনৈতিক সংযোগ প্রকাশ করল ইন্ডিয়া টুডে ও আজতক।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular