ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি! এবার মহাকাশে টহল দেবে ভারতীয় সেনা

নয়াদিল্লি: দেশের সীমান্তজুড়ে অতন্দ্র পাহারা দিয়ে চলেছে ভারতীয় সেনা৷ বরফে মোড়া সিয়াচেন হোক বা ধুধু মরু প্রান্তর, কিংবা রুক্ষ লাদাখ সীমান্ত, সদা জাগ্রত ভারতীয় সেনাবাহিনী৷…

নয়াদিল্লি: দেশের সীমান্তজুড়ে অতন্দ্র পাহারা দিয়ে চলেছে ভারতীয় সেনা৷ বরফে মোড়া সিয়াচেন হোক বা ধুধু মরু প্রান্তর, কিংবা রুক্ষ লাদাখ সীমান্ত, সদা জাগ্রত ভারতীয় সেনাবাহিনী৷ প্রতিটি সংবেদনশীল এলাকায় রয়েছেন ভারতীয় সেনার ঘাঁটি৷  তবে এবার আর স্থলভূমি নয়৷ একেবারে মহাকাশে সেনাঘাঁটি গড়তে চলেছে ভারত। (India strengthens defense in space)

আধুনিক যুদ্ধে মহাকাশের গুরুত্ব India strengthens defense in space

মহাকাশ আধুনিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে যোগাযোগ, নেভিগেশন, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রমে। সম্ভাব্য শত্রুরা তাদের মহাকাশ-শক্তি বাড়াচ্ছে, ফলে ভারতও তার মহাকাশ সম্পদ শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করছে। এর মধ্যে মহাকাশে স্যাটেলাইট স্থাপন, টেলিযোগাযোগ নেটওয়ার্ক তৈরি, এবং নির্ভুল নেভিগেশন ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

   

সম্প্রতি এ প্রসঙ্গে আর্মি হেড-কোয়াটার্সে একটা তথ্যপূর্ণ প্রেজেন্টেশন দিয়েছে ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স। কিন্তু কী ভাবেই বা তৈরি হবে মহাকাশে এই সেনাঘাঁটি? কারাই বা থাকবে সেখানে?

৫২টি স্যাটেলাইট India strengthens defense in space

শুধু এই সেনাঘাঁটির জন্যে মহাকাশে ৫২টি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা নিয়েছে ভারত। এর অধিকাংশই নজরদার উপগ্রহ। নির্দিষ্ট দায়িত্ব দিয়ে কয়েকটি কমিউনিকেশন স্যাটেলাইটও মহাকাশে পাঠানো হবে। এরাই হল মহাকাশের সেনা৷  মূলত, U-থ্রি-সি ক্যাটেগরির স্যাটেলাইটই প্রতিরক্ষার কাজেই মহাকাশে পাঠানো হয়ে থাকে। এই U-থ্রি-সি হল এই মহাকাশবাহিনীর সেনাপতি৷ আমেরিকা, চিন, রাশিয়ার মতো বিশ্বের বড় বড় দেশগুলি নিজেদের এই স্যাটেলাইটকেই মহাকাশে পাঠিয়ে রেখেছে। এবার ভারতও সেই জুতোয় পা গলাল৷ 

ভারতীয় বায়ু সেনা (IAF) বিশেষভাবে তাদের মহাকাশ অপারেশন উইং সম্প্রসারণে মনোযোগী, যা সামরিক স্যাটেলাইট ব্যবস্থাগুলোর পরিচালনা এবং মহাকাশ ভিত্তিক অপারেশনগুলোর সমন্বয়ের কাজ করবে। এছাড়া, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে মহাকাশ এবং সাইবার কমান্ড গঠন সম্পর্কিত আলোচনা চলছে, যা মহাকাশ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ এবং অপারেশনগুলো সহজতর করবে।

Bharat: India plans to establish a space military base, strengthening defense capabilities. Utilizing satellites for communication, navigation, and surveillance. Enhancing space assets amid global advancements.