Lok Sabha Election 2024: ভোটে দিয়েই বড় ভবিষ্যৎবাণী করলেন দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল

ষষ্ঠদফা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন ভারতের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল। ৩৩ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারিনী সাবিত্রী দেবী শনিবার তার নিজের শহর হরিয়ানার হিসারে ভোট…

india-s richest woman savitri jindal votes says modi will get 3rd term as pm

short-samachar

ষষ্ঠদফা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন ভারতের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল। ৩৩ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারিনী সাবিত্রী দেবী শনিবার তার নিজের শহর হরিয়ানার হিসারে ভোট দিয়েছেন। জিন্দাল গ্রুপের প্রায়ত চেয়ারপার্সন ওম প্রকাশ জিন্দালের ঘরোনী সাবিত্রী বর্তমানে ওই সংস্থার কর্ণধার।

   

গত মার্চেই সাবিত্রী ও তাঁর কনিষ্ঠ পুত্র নবীন জিন্দাল কংগ্রেস চেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপরই নবীনকে কুরুক্ষেত্র লোকসভা আসন থেকে প্রার্থী করেছে পদ্ম শিবির। ২০০৪ তেকে ২০১৪ পর্যন্ত এই আসনেই কংগ্রেসের হয়ে জিতেছিলেন নবীন।

Pm Modi: মোদীর বড় দাবি, ‘পরমাত্মা আমাকে পাঠিয়েছেন বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য’

এ দিন ভোট দেওয়ার পর সাবিত্রী জিন্দাল দাবি করেছেন যে, নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বলবেন। সবিত্রী জিন্দাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদি টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হবেন।’ মোদীর সরকারের অধীনে দেশে দ্রুত গতিতে বিকাশ হচ্ছে বলেই গেরুয়া পতাকা উড়বে বলে মনে করেন ৭৩ বছরের এই বৃদ্ধা।

নবীন জিন্দাল কুরুক্ষেত্রে আপ প্রার্থী প্রাক্তন রাজ্যসভা সাংসদ সুশীল গুপ্তার বিরুদ্ধে লড়াই করছেন। আপ, কংগ্রেসের সঙ্গে জোট করে হরিয়ানায় লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আপের সঙ্গে জোট করেই বাকি ন’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস।

Suvendu Adhikari: ভোট দিয়েই তৃণমূলের আসনসংখ্যা নিয়ে বিরাট দাবি শুভেন্দুর

সাবিত্রী জিন্দাল তাঁর শিল্পপতি স্বামীর মৃত্যুর পর রাজনীতিতে যোগ দেন ২০০৫ সালে। সেবারই হিসার বিধানসভা উপনির্বাচনে জয়ী হন এবং হরিয়ানা সরকারে যোগদান করেন।

পরে, তিনি ২০০৯ সালে হিসার থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হন এবং ২০১৩ সালে মন্ত্রী হন।