নিউজ ডেস্ক, নয়াদিল্লি : ২০১৯ সালে ব্রাসিলিয়ায় ব্রিক্স বৈঠকের পর এই প্রথমবার আজ নরেন্দ্র মোদী এবং পুতিনের সাক্ষাত্ হতে চলেছে। ২১তম বার্ষিক ভারত-রাশিয়া সামিটে (India Russia Summit) যোগ দিতে সোমবার দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বজুড়ে নতুন আতঙ্ক করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে এর মধ্যেই বেশ কিছু দ্বি-পাক্ষিক এবং আন্তর্জাতিক সামিট বাতিল হয়েছে। এরই মধ্যে দিল্লি আসছেন পুতিন।
পদস্থ আধিকারিক সূত্রে খবর, রুশ প্রেসিডেন্ট আজ দুপুরের পর ভারতে পৌঁছবেন এবং মাত্র ৬-৭ ঘণ্টা থাকবেন। এরইমধ্যে ২ দেশের মধ্যে বিভিন্ন স্তরে আলাপ আলোচনা হবে। সন্ধ্যে সাড়ে ৫টায় হায়দরাবাদ হাউসে দুই নেতার বৈঠক হবে। করোনার ওমিক্রন ভাইরাস নিয়ে ক্রমবর্দ্ধমান উদ্বেগের মধ্যে কোভিড প্রোটোকলের পরিপ্রেক্ষিতে দুই দেশের আলাপ আলোচনায় অংশগ্রহণকারী আধিকারিকদের সংখ্যা সীমিত রাখা হয়েছে। সোমবারই রাত সাড়ে ৯টায় সময় রাশিয়ার উদ্দেশে রওনা দেবেন পুতিন।
জানা গেছে, সামিটে দুই দেশের প্রধান দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত পার্টনারশিপ নিয়ে আলোচনা করবেন। দুই দেশের বহুদিনের সম্পর্কে কীভাবে আরও মজবুত করা যায় তা নিয়েও কথা হবে। সামিটের আগে হবে ২+২ বৈঠক। যেখানে রাজনৈতিক এবং প্রতিরক্ষা বিষয়ক ইস্যু নিয়ে পারস্পরিক স্বার্থে আলোচনা হবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলবেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু।
প্রসঙ্গত, রাশিয়ার থেকে মিসাইল ডিফেন্স সিস্টেম এস-৪০০ কিনছে ভারত। এ নিয়ে আমেরিকা অসন্তোষ প্রকাশ করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাশিয়ার তৈরি অস্ত্র কিনলে ‘কাটসা’ আইনে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে ভারতকে। ভারতের তরফে অবশ্য বলা হয়েছে অস্ত্র কেনা না কেনা ভারতের সার্বভৌম সিদ্ধান্ত। অন্যদিকে, রাশিয়ার সহযোগিতায় ভারতেই ৫ লক্ষ একে-২০৩ রাইফেল বানানোর কথা জানানো হয়েছে।